কাল রাতে একটা ছবি দেখলাম। ম্যাড লাভ।
একটা ক্যাসেল। একটা কামরা। একজন বৃদ্ধা মহিলা। একা। হাঁটছেন। তাকে এখানে অন্তরীন করে রাখা হয়েছে। গত পঞ্চাশ বছর! রেখেছে তার স্বামী, তার ছেলে, তার বাবা।
এই বৃদ্ধার নাম জোয়ান। লোকে ডাকে "জোয়ান দ্য ম্যাড"।
১৪০০ সাল। স্পেনের রানী ইসাবেলা। তার মেয়ে জোয়ান। তার বিয়ে হল পাশের রাজ্যের রাজপুত্র ফিলিপের সাথে। সেটেলড ম্যারেজ। রাজনীতি। ইসাবেলা বললেন, জীবনটাই এরকম। সবকিছুই দ্বায়িত্ব।
কিন্তু জোয়ান ফিলিপকে ভালোবাসল। পাগলের মত ভালোবসা। উন্মাদের মত ভালোবাসা। যে ভালোবসা আমরা শুধু কল্পনায়ই অনুভব করি।
ফিলিপও জোয়ানকে ভালোবসল। তবে সে ভালোবাসা শুধুই শারীরীক এবং ফলস্বরুপ.....সাময়িক। জোয়ানের দুটি বাচ্চা হবার পরই ফিলিপ তাকে ভুলে গেল। এবং ফিরে গেল তার আগের জীবনে। সেখানে নতুন নতুন মেয়েরা প্রতিরাতে তার মনরজ্ঞন করে।
এর পরেরটুকু আমি আর দেখিনি। বিশ্বাস, বিশ্বাসভঙ্গ, ষড়যন্ত্র....এইসব সম্ভবতঃ.......ভাল্লাগে না।