প্রতিবার সূর্য অস্ত যায় এক রাশ বিষণ্ণতা নিয়ে।
আলোর রেখা পিছিয়ে পড়ে আঁধারের দৌরাত্ম্যে
নিকষ কালোয় ছেয়ে যায় চড়াচর
আপেক্ষার ঘুন পোকা আমাকে খুবলিয়ে খুবলিয়ে
কাটতে থাকে অবর্ণনীয় ধৈর্যের পরাকাস্ট হয়ে
তিব্র ব্যাথায় কুঁকড়ে ওঠে কম্পিত হৃদয়।
অপেক্ষা নামক শব্দটি আমাকে তাড়িয়ে বেড়ায় অহর্নিশি
সময় থেকে থেকে জানান দেয় অর্থহীন প্রতিক্ষার
তবুও আমি প্রতিক্ষার সাথে ভাব করি
ওকে বলি আমি অপেক্ষার দুয়ারে হত্তা দিয়ে পড়ে রইবো
জীবিত অথবা মৃত, অনুভবে কিংবা অসাড়
দিনের আলো আমাকে ছুয়ে দেখে না
হাত বাড়ালে ছোঁয়াচে কোন অজানা ভয়ে পিছিয়ে যায় তিন পা
আলকিতি করে না আমার মুখবয়ব।
নির্ভেজাল অন্ধকারে ডুব দেই আমি
দুরন্ত কোন ডুব জাহাজের মতো
পার্থক্য কেবল লক্ষ্য,
ডুব জাহাজটি আঁধারকে কে আলিঙ্গন করে
আলোর টুঁটি চেপে ধরবে বলে
লক্ষহীন তলিয়ে যাওয়া আমার অনিশ্চিতের পদক্ষেপে।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪০