সময়টা ছিল পাক্ষিক
একাকি নিরবে অপেক্ষা
কাটিয়েছি দিবা রাত্রি প্রতিক্ষার প্রহরে
নিরবে জাল বুনেছি ভালবাসার
তার উষ্ণতার চাদরে নিজেকে
জড়িয়ে দেখেছি কল্পনায়
কামনার আগুনে পুড়বো বলে
অহর্নিশি নিজেকে রেখেছি প্রস্তুত
সে আসবে তার মায়াবী রুপের ঝলকানিতে
আমায়ে জাগিয়ে তুলবে
টেনে হিচড়ে আছড়ে ফেলবে
কামার্ত ঝরের দাপটে হারিয়ে যাব
ডুবে যাব, গভীরে আর গভীরে
শীৎকারে শীৎকারে তছনছ হয়ে যাবে
অমাবস্যার নিকশ কালো।
ক্ষন আসে লগ্ন বয়ে যায়
প্রিয়ার বুকের তপ্ত নিঃশ্বাসের
হল্কা লাগে লোম কুপে লোম কুপে
আসেনা সেই ক্ষন
বিদগ্ধ করে আমাকে
শিতল বিছানা মেরুর শীতলতায় ডুবে যায়
আমি নিরব চোখে তাকিয়ে থাকি উর্ধপানে।
একাকি নির্বোধ স্তব্ধ নিঃস্বর।
নতুন পাক্ষিকের প্রতিক্ষায় কাটিয়ে দেয়
কালন্তিহীন হৃদয়।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৪