হে মৃত্যু,
নেমে আসো, নেমে আসো ওই আসমান থেকে।
চুপি চুপি মুচকি হেসে দেখছ কাকে ?
নেমে এসো এই ধরায়, নেমে এসো।
নতুবা তোমায় টেনে হিঁচড়ে নামাব।
হে মৃত্যু
মিথ্যুক তুমি , কথা দিয়েছিলে আসবে
দীর্ঘ প্রহর ঝুলে ছিলাম শক্ত দড়িতে
দশ টাকার বিষ খেয়ে পরেছিলাম নির্জীব
তবুও এলেনা, বড় স্বার্থপর তুমি।
হে মৃথ্যু
আমার ঐশ্বর্য, আমার প্রেম, কল্পনা,
কোথায় তুমি, লুকিয়ে থেকনা।
ছূটে আসো,আলিঙ্গন কর আমায়।
ছিনিয়ে নাও এই দুরবিত্ত সমাজ থেকে।
আর আমি চাই না কলঙ্কিত হতে।
আর চাই নাই অপমানের বোঝাটা টেনে নিতে।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৬ সকাল ১১:০০