মসলিন-জ্যোৎস্নার কারিগর চাঁদকে
কাল রাতে, বিসর্জন দিয়েছি জলে!
তারপর , একা একা তাকিয়ে দেখেছি
যতদূর দেখা যায়, জলের অতলে
হাতে রয়ে গেছে শুধু, একমুঠো
স্মৃতির বিষাদ! অতি ভয়ানক!
অতি শক্তিমান!
এক কণা বিষাদ, রুখে দেয়
ফুলের সুবাস মেশা বাতাসকে!
সময়ের সাল-তারিখ একাকার করে দেয়
এককালে সুমিষ্ট ছিল যা কিছু, সবই স্বাদহীন লাগে!
শুধু এক টুকরো স্মৃতির বিষাদের সন্ত্রাসে
প্লাবন আসে চোখে!
নিথর হয়ে আসে মন
কিন্তু স্পন্দনের আলোড়ন তাকে
পীড়িত করে!
তাই ,আজ সব স্মৃতির বিষাদের অঞ্জলি তুমি
গ্রহণ করো প্রভু!
সমস্ত বিষাদের স্মারক চিহ্নগুলোকে স্মৃতিহীন করে
আমার পরিত্রাণ করো!
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৬