ছবির শিল্পী - Eszra Tanner
মেঘ, একটু ধীরে চল
পিপাসার্ত চাতকের মতো প্রতীক্ষমণা
তোর ছায়া ধরবো হাতে
তুই একটুখানি গল্প শোনা
ঘুম ভাঙা এই প্রভাতে!
টলটলে দীঘি-জলে কেনো ফেললি
তোর নজরকাড়া নীলাম্বর ছবি
মোহনরূপে শিকার ভুললো বক
দুঃখের কবিতায় কেটেছে রাত
বুঝেছি, দিনটা আরো মারাত্মক!
তুই ছুঁয়েছিস ক'টা পাহাড়?
মেখেছিস বুঝি সমুদ্রের গন্ধ?
হয়েছিলি কী ঝরা-পলাশের ছাতা?
মায়াকাজল করেছে আমায় অন্ধ!
মেঘ, কেনো করিস অহঙ্কার?
প্রলয়-বাতাস এস্রাজে বাজাচ্ছে রাগিণী
এই পোড়াকপালেই নেমে আয়
তোর সুধারসে ভিজে আজ
হতে চাই তোরই সঙ্গিনী!
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৫