আজ পহেলা বৈশাখ। তো? মাস গড়ালে বছর আসে, এর থেকে সাধারণ ব্যাপার আর কী আছে ? অনেকেই একথা বলবেন! বিশেষ করে, সারা বছর আমরা যখন নিজের পপরিচয় ভুলতে ব্যস্ত। থুড়ি বিশ্বনাগরিক। যদিও এই বিশ্ব থেকে প্রাচ্যকে সযত্ন সরিয়ে রাখি। বিশেষ করে বাঙালি হয়ে থাকাটা এখন আর ফ্যাশনেবল তো নয় । ভাষায়, রুচিতে, রসনায় আমরা ক্রমে কেমন যেন অন্যের মতো হয়ে যাচ্ছি, পরিচিতিহীন হয়ে যাচ্ছি। শুধু এই দিনটাই শিকড়ের সাথে জোড়ার দিন । তাই এই দিন উদযাপনের প্রয়োজন আছে বৈকী !
তাছাড়া নাম-গোত্রহীন হয়ে থাকাটা নিয়ে আমাদের ভিতরে অস্বস্তি ঠিকই আছে। উৎসবের মোড়কে পুরে না নিলে, নিত্য দিনের স্বেদগন্ধী জীবনটাকে একটু পালিশ না করে নিলে জীবন বাঁচে না।নিরঞ্জনকে মোহাঞ্জন পরিয়ে দেখতেই আমরা অভ্যস্ত। তাই নববর্ষকে পয়লা বৈশাখ করে নিয়েছি আমাদেরই মতো, আমোদ-আহ্লাদে, হুজুগে-হিড়িকে অ-সাধারণ।ক্ষতি কী ? যে বাঙালীরা নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলেন , তাঁরা নয় আজ রেস্টুরেন্টে গিয়ে হিলসা ফিশ আর রাইস অর্ডার করবেন ! তাও করতে তো হবে ! আর একটা কথাও এখানে বলা দরকার । পরিশ্রম করে আর রাজার মতো পয়সা খরচ করে নববর্ষ আর কোন জাতি উদযাপন করে ?
এগুলো তার উদাহরণ ।
সবাইকে পহেলা বৈশাখের অনেক শুভেচ্ছা । সবাই খুব ভালো থাকুন ।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:০৪