মনখারাপি ক্লান্ত সকাল ঝিমোয় চৈত্রের ভরদুপুরে
বেদনার সুর শুধু বেজেই চলে নিঝুম নুপুরে
বটের ডালে ডেকে ওঠে আনমনা পাখী
একবার
দুবার
ঝরে পড়ে নিঃশেষ হয়ে যাওয়া পাতা
একটা
দুটো
মুকুলভরা আমগাছ নড়ে-চড়ে বাতাস ছড়ায়
মাঝে
সাঝে
মন ভাবে কষ্টগুলো কোথায় তুলে রাখি?
আহা
ওহো
কষ্ট মন্থন করে উঠে আসে শোক
যাকে ভুলতে চাই, তাকেই খোঁজে চোখ!
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৮