ছবিটার শিল্পী - সুরেশ কৃষ্ণস্বামী
অ মিয়া, তুই যাছিস কথা?
ফাগ-পরবে বিহানবেলা?
টুকুনখানি মুখটা তুল
টুকুনখানি ফিরে চা
আয় গ হামার বনসখি
কী বাইভছ্যি ছইছাতুর?
দ্যাখ, উতোল শাল, পিয়াল
বইলভে ত'কে টিলা, ডহর
হামি পরাইভ ঝুমকোজোড়া
চইলে গেলে মিলভেক না
হামার মতঅ এমন ছোঁড়া!
টুকুনখানি মুখটা তুল
টুকুনখানি লেচে যা
আয় গ হামার ফুলকুড়ি
বাজাইভো মাদল ধিতাং ধিতাং
গলায় দুভ চৈতী ঝুমুর
তুইলভ আজ পলাশফুল
খেইলছে কানহা রাধার সঙ
পরানটা তর রাঁঙায় দুভ
দুভ ত'কে ফাগের রঙ!
অ মিয়া, তুই বইসে আছিস?
ফাগ পরবে সাঁঝের বেলা?
টুকুনখানি মুখটা তুল
টুকুনখানি লাচতে যা
কথা তর হাতের বালা
বাইজছে ধামসা ঘিসিতা গিজাং
আসমানটাতে ডবকা চাঁদথালা
ওলো, চ' ল উছলছুঁড়ি
চোখ ক্যানে তর পলাশ রাঁঙা?
কানহার হাতে রাসের রশি
কালমুহী -
ই কতাটো নাই জানা?
( মিয়া , ফুলকুড়ি , - মেয়ে , টুকুনখানি-একটুখানি । হামি - আমি ,হামার - আমার । চৈতী ঝুমুর- হাতে তৈরী গলার মালা । কথা- কোথায় ।বিহানবেলা- ভোর বেলা ।ই কতাটো - এই কথাটা দুভ - দেবো । তকে -তোকে । তর - তোর । ফাগের রঙ - ফাগ মানেই রঙ , এখানে দোল/ হোলির রঙ বলতে ফাগের রঙ বোঝানো হয় । ছইছাতুর - হাবিজাবি ।ডহর - জলাশয় ।
এটা আমার একটা প্রয়াস ।কিছু ভুল হলে নিজ গুণে মার্জনা করবেন । )
সবাইকে হোলির শুভেচ্ছা
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৮ রাত ৯:১১