হঠাৎ আসা বাতাস যখন রাতের অন্ধকারকে নাড়িয়ে দেয়
কেঁপে ওঠে স্তব্ধতা ! স্বপ্নে ভেজা শব্দগুলো তখন , কবিতা হতে চায়!
কিন্তু কবিতা ? কিভাবে রচনা করতে হয় কবিতা ?
রচনা! নতুনকে রচতে গিয়েই তো শ্রীকৃষ্ণ
যদু বংশ ধ্বংশের অভিশাপ কুড়োলেন!
দুনিয়াজুড়ে কত যুদ্ধ সংঘটিত হোলো , হচ্ছে ,হবে
সবই তো কিছু রচনা করতে!
আমিও কবিতা রচনা করতে চেয়েছিলাম!
এদিকে দেখলাম আমার শব্দেরা হারিয়ে গেছে শব্দসমুদ্রে
পড়ে রয়েছে কেবল ফেনিল ঢেউয়ের মতো সাদা পাতা !
জ্যোৎস্নার বালিয়াড়িতে ডুবতে ডুবতে নীরব ভাষারা যখন ,
দমবন্ধ হওয়ার কষ্ট টের পেলো
ঠিক তখন তাকিয়ে দেখলাম
দেবী সরস্বতী একদম
মোনালিসার মতো করে হাসছেন!
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২০