পূর্বজন্ম কৌতূহল জাগায় মাঝে মাঝে
খুঁজতে গিয়ে পাই না সেসব গল্পগাছা
এজন্মের গল্প লিখতে বসে দেখি
কলম পড়েছে শাণিত ছুরির সাজ
যেন, আমাকে বিদ্ধ করাই তার কাজ!
কিছু ঋণ অপরিশোধিত থেকে যায়
আর থাকে অপ্রকাশিত রক্ত নিঃসরণ
শুধু সেগুলো বয়ে চলে জন্ম-জন্মান্তরে
নিয়তির চোখ-রাঙানি দেখে হাসি আসে
অবুঝ মানুষদের ভিড় দেখি চারপাশে!
যারা কখনোই বুঝবে না আমায়
তাদের মাঝেই কাটাতে হবে আজীবন
নিঃস্ব হৃদয় নিয়ে কাটাচ্ছি যাপন
তবু মন-ঘরেতে আশা পুশে রাখি
তোমার অবুঝ-নয়নে প্রতিচ্ছবি খুঁজতে থাকি!
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৮