সুখটাকে টের না পেয়ে দেখি
অসুখের বিমা করানো হয়নি!
সেই অসুখের সমুদ্রঘূর্ণির উথাল-পাথালে
আবদ্ধ হয়ে , বড্ড লিখতে ইচ্ছে হচ্ছে !
কিন্তু , কি করে লিখবো ?
আকস্মিক বিষণ্নতার প্রবল ধাক্কায়
নিদারুণ যন্ত্রণা আর উৎকন্ঠা ছড়াচ্ছে
আমার শব্দ-নাভিতে !
শোকের শুভ্র পাতায় ,
আঘাত প্রাপ্ত শব্দগুলো সাজাতে যাই !
তখন অক্ষরগুলো ভস্ম হয়ে বিলীন হয় বাতাসে
লোহিতাভ নিদ্রায় আবিষ্ট হয় নয়ন
পঞ্চ-ইন্দ্রিয় দিয়ে অনুভব করি অনন্তকে
তারপর , অনন্তের সাথে একা , একা
আলাপ জমাই!
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৭ রাত ১০:০০