কাব্যালয়
কে যে ডাকে অদৃশ্য হাতছানি দিয়ে
হতাশ হয়েছি ভাবতে গিয়ে তা নিয়ে!
কার জন্য ঘুরছি জন্ম থেকে জন্মান্তরে
বিশ্বাসের আলোয় ফুটবে কি সূর্যমুখী অন্ধকারে?
সে কি অন্যের নাকি শুধুই আমার ?
তাতেও খুব একটা নিশ্চিন্ত নই আবার!
শরীরে খুঁজে পাবো আমি যে কাকে?
সেও কি মানবে আত্মার অশরীরি আত্মীয়তাকে?
স্বপ্নিল শব্দগুলো কবিতা হতে পায় ভয়!
সে কি আমার জন্য গড়বে কাব্যালয়?
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৭ বিকাল ৩:০৮