তোমার সাথে দেখা হয়েছিল
কোন সে নীহারিকায়
মহানভ আবার বার্তা পাঠায়
এক মায়াবী মরীচিকায় !
কত জন্ম যে আমি প্রতীক্ষমণা
সে খবর রেখেছে , কবে কোনজনা ?
প্রতীক্ষা , খরস্রোতা নদীর মতো
ভাসিয়ে নিয়ে গেছে প্রেম
আমার কাছে আছে শুধু
তুষার সম বিরহের হেম !
বিরহসিক্তা আমি শোকের শিঙ্গারে সেজেছি
নশ্বরতাকে ভস্ব করে অগ্নিবীণায় বেজেছি !
বিরহ শেষে অঞ্জলি ভরে
আজ প্রেম পাবো বলে
নিঝুম যামীনির স্বপ্নিকা হয়ে
যাবোই তোমার কাছে চলে !
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৭