অভিমান
তাকে যত্ন করে পাশে বসাই
লুকিয়ে রাখি আড়ালে
সে মায়াবীকাজল হয়ে চোখে লাগে
বর্ষাতিমির হাত বাড়ালে ।
স্পর্শ
আঙুল যদি ছোঁয় তার
তবে সেতারে ওঠে ঝংকার !
কিন্তু -
যোজনদূরে উদিত হলে জবাকুসুম সংকাশন
যেমন আরক্ত হয় ধরণীর সিংহাসন !
তেমন শত আলোকবর্ষ দূরের তুমি
ছুঁয়ে দাও যে আমার মনভূমি !
হাসি
ঝ্ড় কি বোঝে ঘর ভাঙা পাখীর বিষাদ ?
পাখী শিকার সেরে হাসি ঝরায় নিষাদ !
মুখ আর মুখোশ মিলেমিশে একাকার
জানো , নিয়্তির হাসি দেখেছি বহুবার !
স্মৃতি
দেখিনি পথের শেষে কি আছে ?
চলতে চলতেই হারিয়ে ফেলেছি পথ
পিছনে তাকালে , ছুটে আসে স্মৃতিরথ !
সাথী করি তুমি বলো কাকে ?
আঁকড়ে ধরি তোমার দেওয়া তুচ্ছতাকে !
জানি না কাকে বলে অবশেষ
জানি , দেখতে চেয়েছিলাম তোমার দেশ ।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪৩