বাঁচতে গিয়ে হারিয়ে ফেলেছি জীবন
জানি ভেবে দূরে সরিয়েছি জ্ঞান
ভাষার জখম থেকে ঝরছে রক্ত
অভিধান লাগছে আজ খুব শক্ত ।
ওয়াটারপ্রুফ কাজল গলে না অশ্রুজলে
যন্ত্রকে হার মানিয়েছি যান্ত্রিকতা দিয়ে
মনের মধ্যে লুকিয়েছি একাকিত্বের ভয়
যেতে আসতে শুধু মোনালিসাহাসিরই জয় ।
শহরের সীমন্তনী রাঙায় সূর্য্যের লালীমা
চাঁদ নামে জানলার কার্নিশ বেয়ে
আজও কবিতা লেখ অচীনপুরে তুমি
রামধনুরঙা আকাশটার আড়ালে থাকি আমি ।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১১:০১