' রাখছি ' - কথার শেষে বলেই থাকি
আসলে ফোনটা কি সত্যি রাখি ?
ভালোমন্দ রয়েই যায় যেখানে যত
এসবের সঙ্গে তুমিই থাকো ওতোপ্রতো ।
ব্যস্ততাতে তুমি যখন প্রবলরকম প্রবলতর
তোমার মনের স্পর্শসীমা আমার নিকটতর ।
তোমার অবহেলা জমলে নীলবেদনার মতন
বিষাদকে সহ্য করতে করি যতন ।
বাদবাকি তো যান্ত্রিকতার পৌন্ঃপুনিক অবশেষে
তারমধ্যেও তোমার কথার খুবসুরতি মেশে ।
তোমার যোজনগন্ধা দূরত্বকে ভরি শ্বাসে
না থেকেও তুমিই থাকো পাশে ।
কোনো অজানা শহরের এক কোনে
মেঘরঙা প্রেম যত্নে স্বপ্নজাল বোনে ।
বর্ষাস্নাত আমি হাঁটি রূপকথার পথে
বিরহ উপাচার রেখেছি ভালোবাসার রথে ।
রাখছি বলেও হয় না রাখা
আমার দুনিয়া তোমার জাদুতে ঢাকা ।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১৬