ও ছেলে --
তুই কেমন করে আগুন নিয়ে
খেলতে পারিস ?
তোর আগুনের গল্পটা তবে বল
বহ্নিশিখা নেভাতে কখনো কি নিয়েছিলি
আঁজলাভরা জল ?
শান্ত দিনে ঝড়-তুফান সঙ্গে হঠাৎ
কেন আসিস ?
উত্তরীয় তোর উড়তে চেয়েছিল যখন
মন কি তোর উদাস হতে
চায়নি তখন ?
পলাশের ফাগুনকে ছিনিয়ে আনতে পারিস
বর্ষার রাতে ?
বিপদ তোকে আপন করে ছলেবলে
মুক্তোদানা তুলতে কি নেমেছিলি ঐ
সূর্যোদয়ের ডুবজলে ?
দূর দিগন্তে কখনো কি উড়িয়েছিলি
ইচ্ছেঘুড়ি আকাশনীলা ?
হৃদমাঝারে তোরও ছিল সাতরঙা আশা
ও ছেলে --
তুই কি পড়তে পারবি রাধিকার
চোখের ভাষা ?
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৬ রাত ১:১০