দুপুর যেন স্থবির হয়েছে আজ
আমার বিশ্বজুড়ে চালাও তুমি রাজ
চোখের কোনের সামলে রাখা জলে
কিছুক্ষণ নয় আমার প্রতিক্ষণ চলে !
ধ্যানের মগ্নতা আনল নিবিড় অলসতা
বৃষ্টি কি আনতে পারবে সজলতা ?
যে বৃষ্টি আসেইনি কখন কোনোদিন
তা কি ঝড়বে কাগজে একদিন ?
স্ক্রিনে ধরা আছে স্ক্যানছবি বৃষ্টিধারার
তুমি কি সময় পাবে দেখার ?
ভার্চুয়ালের নিরাসক্ত প্রাচীর ভেদ করে
সে ফুলবাগানে কখন পড়বে ঝরে ?
ছেদ আসে চিন্তায় বায়সকন্যার ডাকে
তার হাহাকার দুপুরের নিস্তবদ্ধতাকে ঢাকে ।
ভীতু অক্ষরেরা লুকায় ভাষার কারুকাজে
ছেঁড়া ক্যানভাসে অদৃশ্য মনছবি সাজে ।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৩৬