কার আগমনে উত্তাল এই রাজপুতভূমি ?
বিভিন্ন বন্যপশুরা পালায় শুনে কেশরীহুঙ্কার
পশুরাজ জানেন এ সত্য ভালোই
শুধু সঙ্ঘবদ্ধ পশুরাই করে সংহার ।
কিন্তু যদি অরণ্যে অগ্নদাহ ঘটে
পশুরাজও সইতে পারেন না জ্বালা
দিল্লীধিপতি জানেন কি না বলো
আমি সেই অগ্নিকন্যা রাজপুত বালা ।
চিনেছি তোমায় ওগো অগ্নিবর্না রাজপুতানী
এইমন তোমার হৃদয় জিততে চায়
যদিও মুঘলের অসাধ্য কিছু নাই
পেশীর আস্ফালন বীরের শোভা পায় ?
সেদিন দুটো রাস্তা একসাথে মিশেছিল
চাঁদ দেখেছিলেন তাঁরা একসাথে বেশ
অবশেষে রাজকুমারী গুনগুনিয়ে ছিলেন মনে
' কেশরীয়া বালম পাধারোনী মারে দেশ ' ।
ছবি - আমার হিজিবিজি এডিট খাতা থেকে ।
কয়েকটি কথা -- আমার মনে হয় গাঁধীজির বহু আগেই আকবর বুঝেছিলেন দেশ শাষন করতে শুধু মাটি জিতলেই চলবে না , মানুষের মনও জিততে হবে । বহুত্ববাদ ও সাম্যবাদকে তিনিই প্রথম স্বীকৃতি দেন । আজকের হিংসাময় পৃথিবীতে দাঁড়িয়ে মুঘল সম্রাট আকবর ও জোধা বাঈের ( হীরা কুঁয়ারী ) কথা মনে হলো । আমার সাথে সহমত না হলে নিজগুনে ক্ষমা করবেন ।
রথটানা ও চাঁদ দেখা আনন্দময় হোক । সবাইকে ঈদ এবং রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২১