অভিসারে চলেন রাধা গাঢ় সন্ধ্যায়
মঞ্জীর ধ্বণীতে লোকে বলে হায় ।
বেল ফুলে সাজে শবদেহী চুল
দুহাত ভরিয়েছে বিপদ নামক ভুল ।
চরাচর দুলে ওঠে ছিঃ ছিঃ রব
যত দায় একা তার সব ।
বিছানায় মা একা উদবেগ শত
ভাইয়ের পড়ার খরচ কেনো অত ?
ছাদের ছিদ্রপথে ঘরে পড়ছে জল
রাধিকার ভালোবাসা মানুষ ঠকানো ছল !
পাত ভরেছে তার অসম্ভবের ঋণে
কান্না দিয়ে ভাত মাখে দিনে !
গৃহ ধরে রাখা ভীষণ দায়
তাই নিয়তির চালে পুরুষ বদলায় !
পাথর হয়েছেন আজ কৃষ্ণ ভগবান
রাধা এছাড়া পারেনি বাঁচাতে প্রাণ ।
অশ্রাব্য , অবাচ্য সব কি লিখলাম ?
এহেন পঙতিগুলিকেই কবিতা বলে শিখলাম !
রাধামাধব , তুমিও এগুলোকেই কবিতা ধরো
হে কৃষ্ণ , কবিতার নামকরণ করো !
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৬ রাত ১০:২১