একটু দাঁড়িয়ে যা নীলাম্বর মেঘ
অকারনে তুই বাড়াস কেনো গতিবেগ ?
বেশ তো মাঠের উপর ছিলি
চোখ ঘোরাতেই মাঠ পেরিয়ে গেলি ?
তুই যেন না শোনা কবিতা
না না মধুর কোনো জটিলতা !
কিংবা তুই মহাযন্ত্র নিপুন মন্ত্রবলে
যান্ত্রিকতায় কি কোনো আবেগ চলে ?
জানি , জলযাপন তোর একটা ছল
বাধ্যবাধকতাতেই তুই নীচে নামলে জল ।
নিজের ইচ্ছেমতনই ভরাস তুই ঝিল
কাঁচসার্সিতে কি লেখে তোর জলমিছিল ?
আসলে মেঘ তুই খুব বাজে
মর্জি মতো ব্যাঘাত ঘটাস কাজে !
নাহ , তুই উদ্বেগ যখন তখন
তুই আমার না বোঝা হৃদকথন !
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৬ সকাল ৮:২৭