অলস দুপুরবেলা জিভে টকঝাল স্বাদ
ভুলেছি কিভাবে পেরিয়েছি জীবনের খাদ ।
সময় তো সর্বদাই নিরলস চলমান
তাই অপেক্ষাতে রয়েছে নীল অভিমান ।
প্রাত্যহিকে চাপা পড়েছে রূপকথারা যত
অক্লেশে ঢেকে রেখেছি বেদনাসিক্ত ক্ষত ।
ট্রেনের ভিড়ে লাগে ওড়নাতে টান
অগ্নিপরীক্ষা ওতরাতে শিখেছি বাঁচাতে মান ।
অপ্রয়োজনে কেউ মনে রাখেনা দুনিয়ায়
শরীরের মধ্যে মন বাঁচে অনীহায় ।
মাঝরাতে মনবাদল বৃষ্টি হয়ে আসে
ভেবোনা কবিতা লিখছি পার্থিব ত্রাসে ।
অবশেষের দিকে নিয়ে যাই লেখাকে
রাত আটকায় না ভোর হওয়াকে ।
শরীর পুড়লে শুধু ছাই হয়
স্মৃতি পুড়লে শুধুই প্রেম রয় ।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৬ সকাল ৯:৫৪