কোনো মানুষের নামের অর্থ যে তার কাজের সাথেও মিলে যাবে তা নাও হতে পারে । কিন্তু আজ যাঁর কথা বলছি , তিনি মানিক অর্থাৎ সত্যজিৎ রায় , তাঁর নাম আক্ষরিক অর্থেই সার্থক । তাঁর মণিমানিক্যে ভরা কর্ম জীবনের কিছু চিত্র আমি সংগ্রহ করেছি । সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি ।
সত্যজিৎ রায়ের বাবা ও মা - সুকুমার রায় ও সুপ্রভা দেবী ।
রবি ও মানিক
বিশ্বভারতীতে ( শান্তিনিকেতন ) পড়ার সময় । ছবিটা দেখে আমার মনে হয়েছে আন্তর্জাতিক বাঙালী । চাইলে হয়ত হলিউডে হিরো হিসাবে জয়েন করতে পারতেন । তাহলে হয়ত ইতিহাসটা অন্যরাকম হত !
তাঁর আঁকা পথের পাঁচালীর স্কেচ ।
পথের পাঁচালী ছবিতে ট্রেন দেখার দৃশ্য ।
অপরাজিত ছবির দৃশ্য ।
ছবিটি বানিজ্যিক সাফল্য পায়নি ।
জলসাঘর ছবির দৃশ্য ।
এই ছবি নিয়ে একটা মজার গল্প আছে ।এই ছবি তৈরীর ইচ্ছাপ্রকাশ করতে সত্যজিৎ গিয়েছিলেন তারাশঙ্করের বাড়ী ।শুনে লেখক অনুমতিও দিলেন । কিন্তু তখনও সত্যজিৎ স্ক্রিপ্ট লেখায় হাত পাকাননি । তাই তিনি তারাশঙ্করকেই স্ক্রিপ্ট লিখতে বললেন । কিন্তু স্ক্রিপ্ট যখন হাতে পেলেন তখন দেখলেন যে কাহিনী পুরো বদলে গেছে । সেইসময় নাকি সত্যজিৎ লেখককে বলেছিলেন ' এই গল্পটাও আপনি ভালো লিখেছেন , তবে আমি জলসাঘর নিয়েই ছবি বানাবো ঠিক করেছি । ' তখন তারাশঙ্কর সত্যজিৎ রায়কেই স্ক্রিপ্ট লিখতে বললেন । শুরু হোলো তাঁর স্ক্রিপ্ট লেখা । আর এই ছবিটা লাভের মুখ না দেখলেও লোকসানও হয়নি । আর স্বয়ং তারাশঙ্করের খুব পছন্দ হয়েছিল ।
পন্ডিত রবি শঙ্করের সাথে সত্যজিৎ রায়
অভিযান ছবি । নিমাই ঘোষের তোলা স্টিল ।
শর্মিলা ঠাকুর অপুর সংসার ছবিতে নিমাই ঘোষের তোলা স্টিল ।
সুর তৈরীতে ব্যস্ত শিল্পী ।
ছবির সেটে
চারুলতা ছবি
সত্যজিৎ রায়ের আঁকা রবীন্দ্রনাথের স্কেচ
নায়ক ছবিতে নিমাই ঘোষের তোলা স্টিল ।
সতরঞ্জ কি খিলাড়ী ছবিতে শাবানা আজমি । নিমাই ঘোষের তোলা স্টিল ।
সতরঞ্জ কি খিলাড়ী ছবির সেটে সত্যজিৎ রায় অভিনেতাকে দৃশ্য বোঝাচ্ছেন । নিমাই ঘোষের তোলা স্টিল ।
হীরক রাজার দেশে ছবিতে নিমাই ঘোষের তোলা স্টিল ।
অশনি সংকেত ছবিতে ছবির সেটে সত্যজিৎ রায় অভিনেত্রীকে ( ববিতা ) দৃশ্য বোঝাচ্ছেন । নিমাই ঘোষের তোলা স্টিল ।
অশনি সংকেত ছবির সেটে সত্যজিৎ রায় অভিনেতাকে ( সৌমিত্র ) দৃশ্য বোঝাচ্ছেন । নিমাই ঘোষের তোলা স্টিল ।
সত্যজিৎ ও সুচিত্রা
কিশোর কুমার , অমিত কুমার ও সত্যজিৎ
রাজ কাপুরের সাথে সত্যজিৎ
স্ত্রী ( বিজয়া ) ও পুত্রের ( সন্দীপ ) সাথে সত্যজিৎ রায় ।
তাঁর জীবনের জীবনের প্রতিটি মুহূর্তই তো স্মরণীয় । তবু তাঁর জীবনের জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত অস্কার গ্রহনের চিত্রটি দিয়ে আপাতত এই লেখা শেষ করছি ।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৬ রাত ৮:৪৯