ওয়াটার কালার মেখে সন্ধ্যা নামে
আরক্ত গোধূলীর গল্প লুকাই খামে ।
ভাবো যদি শুধু অভিযোগ শোনাই
তবে এ তোমার মনের ভুল
আজ তোমার গল্পের কুড়াই ফুল ।
আমার পায়ের নীচে দুঃখের স্তুপ
তোমার গল্পে আকাশ ছোঁয়া সুখ
তোমায় ভেবে ভালো লাগছে খুব ।
তুমি আবার বাজাতে ওস্তাদ দোতারা
এক তার ছিঁড়লে অন্যতারে মীরা ।
পৃথিবীর শোভা বাড়ায় তোমার দেবমহল
হে কৃষ্ণ , জীবনমৃত্যু তোমার হাতে
অমৃত নাহোক , যত্নে দিয়েছ হলাহল ।
খেলা হলে ভুলে তুমি যাও
আমি তো একমাত্র খেলনা নই
তাই নির্বিকার শুন্যতায় রেখে দাও ।
খেলনা-অন্ত-প্রাণ ছোটে নতুন খেলনার সন্ধানে
খেলাঘরে গুমরে মরি আমি প্রতিক্ষণে ।
জৈষ্ঠ্যের আজ কত , বৈশাখ জানে ?
কেনো আমি আজও বসে আছি
তাকিয়ে শুধু তোমার পথের পানে !
কি লিখলাম এতোক্ষণ কি জানি
কবিতা হয়েছে কিনা তা বুঝিনি ।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৬ রাত ১০:২৬