মানবতা এখন কোথায় কার পা ধরে বসে আছে???
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমরা তো মানুষ না... আমরা দিন দিন মহামানুষদের টয়লেটের ফ্লাসব্যাক হয়ে যাচ্ছি। ধীক্কার দেয় এই মানবতাকে??? প্রশাসনকে চিৎকার দিয়ে বলতে চাই... ভাই একটু আমাদের খেয়াল কর????? তোদের দুইটা পা ধরে.... বলি......
ঈদ... কত একটা আনন্দ শব্দ... আমরা উন্মুখ হয়ে থাকি একটি বছর এই দিনটির আসায়... কত আনন্দ হই হুল্লুর.. কত কিছু... সকাল থেকে খাওয়া দাওয়া নামাজ কোলাকুলি কত কি!
কিন্তু কিসের ঈদ.... রাতের বেলা আমি আর সোহেল শহরের প্রাণকেন্দ্রে গেলাম... নুডুলস খাব বলে.. পেলাম না... ও বলল.. চল মিষ্টি মেলার সামনে গিয়ে ঠান্ডা অর্থ্যাৎ কোল্ডডিংকস খেয়ে চলে যাবো.... কথামত কাজ... মিষ্টি মেলার সামনে রিক্সা থেকে নামতেই... ডুকরে কান্নার আওয়াজ শুনলাম... এগিয়ে গেলাম... (মজার বিষয় হল কেউ তাকে জিঙ্গেস করছে না... কি সমস্যা/ বা কি হয়েছে) আমি আর সোহেল তার কাছে গিয়ে জিঙ্গেস করলাম.. কি হয়েছে আমি একটু রেগে গিয়ে বললাম... (কেন রেগে গিয়েছিলাম... জানি না.... )
ভাই আমার সব শেষ.... সব শেষ মানে?? গত রাত থেকে আজ ৫২০ টাকা মত কামাই করেছিলাম... শুয়ারগুলো সব নিয়ে গেল??? আমি বললাম কে নিয়ে গেল?? আমি ঠিক বুঝতে পারি না.... সে কাদঁতে কাঁদতে বলল... ভাড়া নিয়ে হাসপাতালের পেছনে গেছিলাম ভাই.. ভাড়া নেমে দিয়ে আসতে ছিলাম... তিন ছেলে বলল .. এই রিক্সা দাড়া.... রিক্সা দাড়িয়ে, স্যার কই যাইবেন? স্যার... আমার কথা শেষ করতে না দিয়ে স্যার... আমাকে ৩/৪টা জোড়ে জোড়ে থপ্পর মারলো? সঙ্গে সঙ্গে মাটিতে গাল ধরে বসে পড়ি... তারপর স্যার ওরা লাথ্থি দিল স্যার.. বড় একটা চাকু কোমড় বাহির করে বলল যদি চিৎকার দিবি... হারামজাদা তোর পেটে মধ্যে পুরাটাই ঢুকে দিমু... কুত্তার বাচ্চা যা আছে দে... বলে স্যার আমি কিছু বলার আগে ওদের একজন আমার লুঙ্গির ত্যারে হাত দিল, দিয়ে যা ছিল সব বের করে নিল... আমি শুয়া অবস্থায় একজন পা ধরলাম... ভাই... টাকাগুলো নিয়েন না... আমি বাসায় যামু... হারামজাদা পা ছাড়... নাই লে এইড্যা পুরুটায় ভেতরে ঢুকে দিম... হারামজাদা পা ছাড়.... কুত্তার বাচ্চা পা ছাড়..... বলে ওদের আরেকজন লাথি দিয়ে পা ছাড়িয়ে নিল... আমি এতই আকুতি মিনতি করলাম ছাড়.. টাকাগুলো দিলু না.. .
স্যার আমার বাবা নাই... একটা বোন তাও অবিবাহিত, মা , বড় একমাত্র মেয়ে ক্লাস টেনে পড়ে.... ৩কি.মি পথ যাই সে স্কুলে... প্রতিদিন রিক্সা চালিয়ে আমি ওকে ৫টাকা করে দিতাম... লক্ষিমা আমার আজ সকালে বলছে.. বাবা আমার কাছে ৩০০/- আছে..তুমি আমারে ভাল এক ড্রেস দিবা এইবার ঈদে . কই পালা. টাকা.. তুমি আমারে ৫/- টাকা করে দিতা স্কুলে যাওয়ার জন্য... আমি স্কুলে হাঁটা গেছি তাও টাকা খরচ করি নাই... ওসব কিছু মিলে ৩০০/- জোগায়ছি.. তুমি একটা ড্রেস ভাল কিনে দিবা বাবা.... সেই মেয়েকে আমি কথা দিয়ে আসছি তাকে ড্রেস কিনে দেব.... সব ওই হারাপ জাদা রা নিয়ে গেল স্যার.. এখন আমি আমার মেয়েকে গিয়ে কি বলবো????
বলতে পারেন স্যার.... এমন মায়াময় দৃষ্টিতে তাকালো আমাদের দিকে... মনে হল কুত্তার বাচ্চাদের যদি পেতাম.... দেখতাম না কোথায় মারছি... পাগলের মত মারতাম... যতক্ষণ পর্যন্ত ওদের শেষ নি;শ্বাষটুকু প্রাণ ত্যাগ না করতো???
যা হোক ওর রিক্সায় আমরা ওঠলাম.... বলল স্যার কই যাইবেন..... তুমি চল আমি বলছি.... রিক্সা যেতে ও বলল ( স্যার ওদের আল্লাহ ভাল করবে না... ওরা লেংড়া হয়ে যাবে, ওদের হাত পা লুলা হয়ে যাবে) বৃষ্টির মত মুখ দিয়ে শুধু অভিসাপ দিতে লাগ লো... আমি ওকে বারুন কিংবা প্রতিবাদ করতে পারলাম না.............. শুধু ১০/- ভাড়া ১০০/- দিয়ে আমরা রিক্সা থেকে নেমে হাটাঁ শুরু করলাম...
এখন প্রশ্ন এই যে.... অভিশাপ এর কি হবে???????? মানবতা এখন কোথায় কার পা ধরে বসে আছে??? মায়া মমতাকে কে বা কারা গলা টিপে মারতে চাচ্ছে?????
বি.দ্র: একটা নির্দিষ্ট স্থান প্রায় প্রতিদিনই এরকম ঘটনা ঘটছে!!! প্রশাসন কার পা চাটছে!!!!
৬টি মন্তব্য ৬টি উত্তর
আলোচিত ব্লগ
কমলার জয়ের ক্ষীণ ১টা আলোক রেখা দেখা যাচ্ছে।
এই সপ্তাহের শুরুর দিকের জরীপে ৭টি স্যুইংষ্টেইটের ৫টাই ট্রাম্পের দিকে চলে গেছে; এখনো ট্রাম্পের দিকেই আছে; হিসেব মতো ট্রাম্প জয়ী হওয়ার কথা ছিলো। আজকে একটু পরিবর্তণ দেখা... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন