সূর্যেশ্বর!!- অষ্ট্রিক ভাষার "বংগ"(সূর্যেশ্বর)শব্দ থেকে "বাংলা" ও "বাঙ্গালী" শব্দের উৎ্পত্তি। আদিতে সকল মানব গোষ্টিই কোন না কোন শক্তির পুঁজা করত। আদি বাঙ্গালী জনগোষ্ঠী সূর্য-শক্তির পূজা করত। " (সূত্র: মুক্তিযুদ্ধ ও দেশ শাসনের চেতনা -- নুর মোহাম্মদ কাজী )

অন্য আরেকটি সুত্র বলে বাংলা শব্দটি দ্রাবিড়দের বং/বঙ্গা নামক উপজাতি হতে এসেছে। মহাভারত থেকে জানা যায়, রাজা বালির পোষ্য সন্তান ভাঙ্গা নিজের নামে রাজ্য প্রতিষ্ঠা করেন...মুসলিম সভ্যতা থেকে জানা যায়, হিন্দের পুত্র বঙ্গ এই অঞ্চলে প্রথম রাজ্য প্রতিষ্ঠা করেন...হিন্দকে নূহ নবীর পুত্র হাম এর পুত্র হিসাবে ধারণা
করা হয়......সামসুদ্দিন ইলিয়াস সাহ পুরো অঞ্চলটিকে একীভূত করে শাহ-ই-বাংলা উপাধি নেন...
বাংলা ভাষার ইতিহাসঃ
বাংলা - দক্ষিণ এশিয়ার পূর্বপ্রান্তের একটি ইন্দো-আর্য ভাষা। জানা যায়, সংস্কৃত, পালি ও প্রাকৃত ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষার উদ্ভব হয়েছে।

খ্রিস্টীয় প্রথম সহস্রাদের শেষ প্রান্তে এসে মধ্য ভারতীয় আর্য ভাষাগুলোর বিভিন্ন অপভ্রংশ থেকে যে আধুনিক ভারতীয় ভাষাগুলোর উদ্ভব ঘটে, তাদের মধ্যে বাংলা একটি । কোন কোন ভাষাবিদ তারও অনেক আগে, ৫০০ খ্রিস্টাব্দের দিকে, বাংলার জন্ম হয় বলে মত পোষণ করেন (উইকিপিডিয়া)।

বাংলা ভাষার ইতিহাসকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়:
১ প্রাচীন বাংলা (৯০০/১০০০ খ্রিস্টাব্দ – ১৪০০ খ্রিস্টাব্দ) — লিখিত নিদর্শনের মধ্যে আছে চর্যাপদ, ভক্তিমূলক গান; আমি, তুমি, ইত্যাদি সর্বনামের আবির্ভাব; ক্রিয়াবিভক্তি -ইলা, -ইবা, ইত্যাদি। ওড়িয়া ও অসমীয়া এই পর্বে বাংলা থেকে আলাদা হয়ে যায়।
২ মধ্য বাংলা (১৪০০–১৮০০ খ্রিস্টাব্দ) — এ সময়কার গুরুত্বপূর্ণ লিখিত নিদর্শন চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন; শব্দের শেষে “অ” ধ্বনির বিলোপ; যৌগিক ক্রিয়ার প্রচলন; ফার্সি প্রভাব। কোন কোন ভাষাবিদ এই যুগকে আদি ও অন্ত্য এই দুই ভাগে ভাগ করেন।
৩ আধুনিক বাংলা (১৮০০ খ্রিস্টাব্দ থেকে) — ক্রিয়া ও সর্বনামের সংক্ষেপন (যেমন তাহার → তার; করিয়াছিল → করেছিল)।

কিছু ভাষাবিদের মতে বাংলা ভাষার উৎপত্তি সপ্তম শতাব্দীতে। আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যিক ভাষার নাম বৈদিক ও সংস্কৃত ভাষা। আর্যগণ যে ভাষায় বেদ-সংহিতা রচনা করেছেন সেই ভাষাই বৈদিক ভাষা যা কিনা বাংলা ভাষার মূল উৎস। বাংলা লিপি ও বর্ণমালার এসেছে কুটিল লিপি থেকে যার গঠনকার্য সেন যুগে শুরু হয় ।বাংলার প্রথম মুদ্রন প্রতিষ্ঠানের নাম শ্রীরামপুর মিশন( ১৮০০ খ্রিষ্টাব্দে)।
(চলবে)