একটি হাতকে খুঁজে গেছি নিরন্তর
এমন একটি হাত, যাকে ধরা যাবে, ছোঁয়া যাবে
রঙিন বসন্তে, কিংবা কনকনে বিবর্ণ শীতে
যে হাতের স্নেহমাখা তালুতে পাতা যাবে ঠাঁই
আলতো উষ্ণ চাপে নিংড়ানো যাবে ভালোবাসা।
তুমিও হয়তো খুঁজে গেছ একটি কাঁধ
যেখানে খোলা চুলে সপে দেয়া যাবে মাথা
ভোলা যাবে ধ্যান, ক্ষণিক প্রণয় কল্পনায়
কর্ণ পটে অস্পষ্ট স্বরে হবে সুখের খুনসুটি
মনের উঠোন পরে আঁকা যাবে রঙিন আল্পনা।
শুনেছি তুমি নাকি পেতেছ ঠাঁয় কোন কাঁধে!
সত্যি কি তুমি খুঁজে পেয়েছো সেই মাদকতা?
আমি কিন্তু এখনো খুঁজে ফিরি সেই হাতটি
যেই হাতটি আমাকে ভালোবাসতে শিখিয়েছিল
কত হাত চেয়েছে ছুঁতে,আমিও গিয়েছি খুঁজে,পাইনি!
হয়তো কাঁধ খুঁজে পাওয়া সহজ, কিন্তু হাত না!