ভেবেছিলাম কোন এক পড়ন্ত বিকেলে
তোমার পথ আগলে সামনে যেয়ে দাঁড়াবো
তুমি অবাক হয়ে আমার চোখের দিকে তাকিয়ে থাকবে
আর আমি সকল চক্ষু লজ্জাকে ভুলে যাবো।
হ্যাঁ, আমি অনেক লাজুক
এতটাই যে, ভালোবাসি কথাটিও বলতে পারিনি
কত শতবার যে বলার জন্যে ব্যর্থ চেষ্টা করেছি!
অথচ,এর মধ্যে তিন তিনবার সূর্যকে প্রদক্ষিণ করেছে পৃথিবী।
আজ এমন এক মহিক্ষণে দাঁড়িয়েছি যে
নিজের অনুভূতির শবদাহ ছাড়া আর নেই কিছু করবার
তুমি যে এখন অন্য নাটাই সুতোয় অন্য আকাশের ঘুড়ি!
করে গেছো আমার সকল অধিকারের সীমারেখা পারাপার।
আচ্ছা, আমি না হয় বলতেই পারিনি!
তুমিও কি কখনোই বুঝে উঠনি আমার অব্যক্ত ভাষা
আমার অপলক দৃষ্টি, তোমায় কাছে পাবার আকুলতা
নাকি সব বুঝেও হয়ে উঠেনি তোমার কোনোকিছু বোঝা!
তোমার চোখে হয়তো পড়বে না মোর শুস্ক বদন
হৃদয় পোড়া গন্ধ, চোখের নিচে জমা হওয়া কালি
থাক না! এগুলোই তো তোমার দেয়া প্রীতি উপহার
নেই কোন অভিযোগ! আমি না হয় শোকের সুখেই বাঁচি।