তুমি লাস্যময়ী!
লিলায়িত নৃত্যের ফাঁকে ফাঁকে পালিয়ে বেড়াও
আমি ভুল ভেবে ভেবে পিছু ছুটি মিছে আশায়
তুমি সব বুঝেও তবু আড়ালে সদাই লুকাও।
তুমি হাস্যময়ী!
কারনে, অকারনে ঝরাও হাসির বৃষ্টি
আমি শূন্যতার খরতাপে সেই বৃষ্টিতে খুঁজি সুখ
তুমি জেনেও সহসা আঘাত দিতে কর শিলা সৃষ্টি।
তুমি স্বপ্নময়ী!
অলীক স্বপ্ন তুলিতে এঁকে দাও মন তট
আবার নিমেষেই সেই তটে এঁকে দাও দুঃস্বপ্ন
আমি অবুঝ! তাই সুখ খুঁজি চড়ে সেই মনোরথ।