সাঁঝের বেলায় তাকিয়ে আকাশ পানে
দেখি সাদা মেঘের দল নিয়েছে ছুটি
ভীষণ তাড়ায় ছুটছে তারা নাড়ির টানে
বাড়ির পানে কাজের সকল হিসেব টুটি।
সুধালেম,এই শোন!দেখ একটু পিছন ফিরি
সারা দিনমান ছিলেম পরে শয্যাশায়ী,
যাবার বেলায় দাওনা একটু শীতল ছোঁয়া
তোমার জলেই ভাসুক মোর জীবন তরী।
বলল হেসে পিছন ফিরে মেঘবালিকা
যাওগো চলে আপন নীড়ে ভুলে মায়া,
ছিল যা বারী,বিলেছি ভারী,নিয়োনা পিছু
থাকলে বেঁচে অন্যে ধুয়ো জীবন কায়া।