মেয়েটি হয়েছে মা
বাবা হয়নি কেউ!
উত্তাল হয়েছে নিন্দা সাগর
তীরে আছড়ে পড়ছে ঢেউ।
বাদ দিন না!
রাস্তার এক পাগলী মেয়ের কথা!
কি লাভ বলুন ওদের কথা ভেবে?
শুধু কুকুর বিড়াল বুঝুক ওদের ব্যাথা।
বুঝলাম!কিন্তু ভাবুন একটিবার
বাবাটা কে? বিড়াল নাকি কুকুর?
না,অবলা জন্তু, ওদের কি বা দোষ!
মানুষ নাকি সেরা জগৎ সৃষ্টির।
হাসছে মানুষ,হাসছে মা টাও
দুই হাসিতে কতই না বিভেদ!
মানুষের আজ বিনোদনটাই জ্বালানি
সুবোধ-বিবেক মরিচায় মিশেছে অভেদ।
মশাই,রইলো দাওয়াত আবার জোয়ার দেখার
উঠবে ঝড় পুনরায়,তীরে আছড়ে পড়বে ঢেউ,
পাগলী মেয়েটি আবার হবে মা
শুধু, বাবা হবে নাতো কেউ!!!