চলে যায় অমাবস্যার দিন।
পড়ে থাকে ধুসরিত অপেক্ষার পালক।
কি যেন কথা হয়েছিল ঘন জ্যোছনায়।
এবং খুব কাছে এসেছিল যারা
নিবিড় অন্ধকারে।
আগুনের সেই সব কাল।
জলের কাছে এলেই নিভে যায় কেমন।
মূর্ছণায় ভেসে যায় পলকহীন সময়।
মনে পড়ে যায় সেই অলীক বিস্ময়!
স্রোতের বিপরীতে কে চলে কতক্ষন?
নাকি চলা যায় দুরে থেকে বহুদুর?
সবি বিমূর্ত এক ছায়ার মত হাতছানি দেয়।
সে এবং তারা
অনেকদিন হয়ে গেলো
ইতিহাসের পাতায় ডুবে আছে মৌণতায়।
কে জানে কবে আবার মিছিলে যাবার সময়।
কবে আবার শ্লোগানে শ্লোগানে মুখরিত
পিচঢালা পথ।
আজ যা শুরু হলো।
কোন সে তিথি আজ কে জানে!
একদিন সবাই আবার মিছিলে যাবো।
আনন্দ মিছিলে।
যেদিন অন্ধকারের মত অশুভগুলো বিলীন হবে।
সেদিনের জন্য ধূপজ্বালা সন্ধ্যায়
মায়ের সজল চোখ।
বোনের পরম মমতা,
বাবার আদর।
আর ঝাপসা চোখ প্রেয়সী
অপেক্ষায় জেগে থাকবে ।
যে দুঃস্বপ্নরা দু'চোখ ভাসাত
মন্হর হতে হতে
তারাও আজ জীবন পেয়েছে।
আজ তারায় তারায় সেই আনন্দ রাশি
সেই শুভবোধ সুষমা ছড়ায়।
সবখানেই।
(নতুন বছরের শুভেচ্ছা সবার জন্য...........
কয়েকদিন ব্যস্ততায় ব্লগে বসা হচ্ছে না........
কত লেখা পড়িনি।
সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো।
ইংরেজী নববর্ষ ২০০৯ সবার জন্য শুভ হোক।
আনন্দের হোক।
আমরা সবাই জেনো সুস্হ থাকি।
সুন্দর দিনের প্রত্যাশায়।)
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৬:৩৩