বৌদি, আপনার হাতে দ্যাখলে শাকা, সিদুর,
আমি হই বেদনা বিদুর ।
আপনি যখন সাতপাকে ঘুরেন,
আমি সাতবার মরে যাই ।
আপনি যখন ভেজা চুলে হেঁটে যান,
গলায় অলংকার,
পায়ে আলতা ,
ঢেউ খেলানো কোমর।
আমার মারিজুয়ানা চাই।
আমি ইতিহাসের উপর হেটে যাই
দুঃখে, সংগ্রামে আপনাকে চাই,
ঝড় কাঁপানো শীতে
পরম মমতায় আপনাকে যেন পাই।
আপনি আমার হবেন?
ক্লান্ত বিকেল,
এক পেয়ালা দুঃখবোধ,
অসমাপ্ত প্রশ্ন...?
আপনি আমার কাগজের কালি হবেন,
দিস্তা-দিস্তা কাগজ,
ছুড়ে ফেলা নদী....
আপনি আমার বিকেল হবেন?
আমার মমতাময়ী মা,
আমার পরমের পরম.....?
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫১