তোমার আধুনিকতা, আর আমার দুঃশ্চিন্তা
০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গলার ঐ পাতলা গড়নের
ওড়নাটা,
নয় কেন ঠিক ?
তোমার এমন
আধুনিকতায়,
জানাই আমি ধিক !
ভেতরের জিনিসটা,
না হয় ভেতরেই থাক ।
বাইরে এনে দেখাচ্ছ
কেন ?
দেখছ না, খাচ্ছে সবাই
ঘুর্ণিপাক।
দু পাশের কোমর দেখানো,
শর্ট কোন
ফতোয়া বা সেলোয়ার ।
দেখে হয়ে যায় বেসামাল,
ডিজে বংশের ঐ
জানোয়ার !
টাইট কোন জিন্স
প্যান্ট,
সাথে চিকনি চামেলী টি-
শার্ট।
কমেন্ট গুলা হচ্ছে দেখ,
অশ্লীলতায় কনভার্ট ।
বন্ধুদের সাথে
তোমার ঐ,
গাঁ ঘষাঘষি আড্ডা ।
মাথাটা আমার
করে দিচ্ছে গরম,
হচ্ছে না যে ঠাণ্ডা।
মাঝে মাঝে দুষ্টুমির
ছলে,
তোমার গায়ে বন্ধুদের
হাত।
এই ভাবনায় নির্ঘুম,
আমি সারারাত।
আমি চাই তুমি শালীন
হও,
পোশাকে হও সেকেলে।
নগ্নতায় দুঃখ ছাড়া,
আর কি মেলে ?
আমি চাই তোমায়
ভালবাসতে,
দুঃখটাকে নিরাপদ
দূরত্বে রাখতে।
নির্জনতায় তোমার
কপালে,
একটা চুমু দিতে।
হয়ত আমার
ভাবনাগুলো নষ্ট,
হয়ত আমার
চাহনি নষ্ট,
হয়ত আমিই
পুরাদমে একটা নষ্ট ।
নয়ত তোমার
নগ্নতা করেছে আমায়
এমন ভ্রষ্ট !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ৩০ শে মার্চ, ২০২৫ রাত ৮:৩৬
ঈদের খুশি ঈদের হাসি,করছি হিসেব কত
ভাবছি বসে আঁকছি ছবি যে যার মনের মতো ।
রঙবাহারি জামা জুতো,নানা ঢঙে চলা
অকারণে হেসে হেসে নানান কথা বলা ।
গলির ধারের সেই ছেলেটি যে সদা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অপ্সরা, ৩০ শে মার্চ, ২০২৫ রাত ৮:৪২

পেছনে ফিরে তাকালে আমি সবার প্রথমে যে ঈদটার কথা স্মরন করতে পারি সেই ঈদটায় আমি পরেছিলাম আমব্রেলা কাট নীলচে বলবল রং একটা জামা এবং জামাটা বানিয়ে দিয়েছিলেন আমার মা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ৩০ শে মার্চ, ২০২৫ রাত ১০:৫৬
জেগেছে বাংলাদেশ: কমে গেছে আগ্রাসী ভারতের সীমান্ত হত্যা
জুলাই ২০২৪-এর বিপ্লবের পর বাংলাদেশ-ভারত সীমান্তের চিত্র আমূল বদলে গেছে। এখন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ভারতের বিএসএফ-এর মুখোমুখি দাঁড়িয়ে আত্মমর্যাদার সঙ্গে কথা... ...বাকিটুকু পড়ুন

কানাডার আকাশে ঈদের চাঁদ উঠেছে কিনা সেটা খুঁজতে গতকাল সন্ধ্যায় বাসার ছাদে বা খোলা মাঠে ছুটে যাইনি। শৈশবে সরু এই চাঁদটা আকাশে দেখতে পেলেই দেহকোষের সবখানে একটা আনন্দধারা বয়ে...
...বাকিটুকু পড়ুন
ঈদ মোবারক!
ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন! এক মাসের সংযম ও আত্মশুদ্ধির পর এসেছে খুশির ঈদ। ঈদ মানেই আনন্দ, ভালোবাসা ও একসঙ্গে থাকার মুহূর্ত। আসুন,...
...বাকিটুকু পড়ুন