মাদক দ্রব্যঃ
মাদক দ্রব্য হল এমন কোন দ্রব্য যেগুলো ব্যবহার করলে ব্যবহার কারির নেশা হয়ে যায়, তখন ঐ দ্রব্যগুলি না নিলে বা কম পরিমানে নিলে নানারকম মানসিক ও শারীরিক অসুবিধা হয়।তখন যদি আবার পূর্বের মাত্রায় দ্রব্যটি নেওয়া হয় তখন সেই সব উপসর্গগুলি বা অসুবিধাগুলি ঠিক হয়ে যায়।
বাংলাদেশে মাদকের প্রকারভেদঃ
"ক" শ্রেণীর মাদকদ্রব্য
১। আফিম (Opium), কিংবা এর নিঃসৃত আঠালো রস অথবা এ থেকে উদ্ভুত/তৈরিকৃত যে কোন পদার্থ
২। আফিম থেকে তৈরিকৃত মাদকদ্রব্যসমূহ (Opium Derivatives): মরফিন (morphine), কোডিন (codeine), হেরোইন (Heroin), বুপ্রেনরফাইন (Buprenorphine), থিবাইন ( Thebaine), নোজকাপাইন (Noscapaine), নারকোটিন ( Narcotine), প্যাপাভারিন ( Papavarine) ইত্যাদি এবং ইহাদের ক্ষারকসমূহ ।
৩। শতকরা ০.২ এর অধিক মরফিন যুক্ত যেকোনো পদার্থ ।
৪। আফিমের সমধর্মী কৃত্রিম উপায়ে তৈরি মাদকদ্রব্যঃ পেথিডিন (Pethidine), মেপারডাইন (Mepardine), মেথাডন (Methadone), ডেক্সট্রোমোরামাইড (Dextromoramide), ডাইহাইড্রোকোডিন (Dihydrocodeine), মেপারডাইন ফেন্টানাইল (Meperdine Fentanyl), পেন্টাজোকাইন (Pentazocaine), হাইড্রোমরফিন (Hydromorphine), অমনোপন (Omnopone), আলফাপ্রোডাইন (Alphaprodine), ডিমেরাল (Demeral), অক্সিকোডোন (Oxycodone), এত্রোফাইন (Etrophine), লোফেন্টাইনল (Lofentanyl), আলপেন্টোনাইল (Alfentanyl), আলফামিথাইল ফেন্টানাইল (Alphamethyl Fentanyl), ৩-মিথাইল ফেন্টানাইল (3-Methyl Fentanyl), আসসিট্রোফাইন (Asscetrophine), অ্যাসিটাইল মেথাডল (Acetylmethadol), আলফাসিটাইল মেথাডল (Alfacetyl methadol), বেটাপ্রোডাইন (Betaprodine) ইত্যাদি ।
৫। কোকেইন (Cocaine)বা কোকা এর পাতা বা এর থেকে উদ্ভুত সকল মাদকদ্রব্য ।
৬। শতকরা ০.১ এর অধিক কোকেনযুক্ত যেকোনো পদার্থ ।
৭। যে কোনরূপে টেট্রাহাইড্রোকেনাবিনল (Tetrahydrocanabinal), ক্যানাবিস রেসিন (Canaebis resin), চরস (Charas), হাশিশ (Hashis) ইত্যাদি ।
৮। এফিড্রিন (Ephidrine), এরগোমেট্রিন (Ergometrine), এরগোটামিন (Ergotamine), লাইসারজিক এসিড (Lysergic Asid), ১-ফিনাইল-২-প্রোপানন (1-Phenyl-2-propanone), সিউডো এফিড্রিন (Pseudoephidrine), এন-এসিটাইল আন্থ্রানিলিক এসিড (N-acetyl antranilic acid), আইসোস্যাফ্রল (Isosafrole), ৩,৪-মিথাইল এনিডাইওক্সিফিনাইল-২-প্রোপানন (3,4-Methylenedioxyphenyl-2-propanone), পিপারোনাল (Piperonal), স্যাফরোল (Safrole), আসিটিক অ্যানহাইড্রাইড (Acetic Anhydride), আসিটোন (Acetone), আন্থ্রানিলিক এসিড (Antranilic acid), ইথাইল ইথার (Ethyl ether), ফিনাইল এসিটিক এসিড (Phenyl acetic acid), পিপারিডাইন (Piperadine), হাইড্রোক্লোরিক এসিড (Hydrochloric acid), মিথাইল-ইথাইল কিটোন (Methyl ethyl ketone), পটাসিয়াম পার ম্যাঙ্গানেট (Potassium permanganate), সালফিউরিক এসিড (Sulfuric acid), টলুইন (Toluene), মেস্কালাইন (Mescaline) ।
"খ" শ্রেনীর মাদকদ্রব্য
১। গাঁজা গাছ, গাঁজা (Cannabis), ভাং, ভাং গাছ অথবা গাঁজা বা ভাং সহযোগে প্রস্তুত যে কোন পদার্থ ।
২। নেশার উৎস হিসেবে ব্যবহৃত হতে পারে (তামাক ব্যাতিত) এমন যেকোনো উদ্ভিদ ।
৩। এলকোহল (Alcohol), সকল প্রকার মদ, রেক্টিফাইড স্পিরিট (Rectified Spirit) বা রেক্টিফাইড স্পিরিট সহযোগে প্রস্তুত ঔষধ বা তরল পদার্থ, ওয়াশ বা বিয়ার (Beer) কিংবা ০.৫% এর অধিক এলকোহল যুক্ত যে কোন তরল পদার্থ ।
৪। এল এস ডি (LSD) কিংবা LSD যুক্ত যে কোন পদার্থ, বারবিচুরেট (Barbiturates), আয়ম্ফিটামিন (Amphitamine), মেথাইল আম্ফিটামিন (Methyl amphitamine) বা এদের সমগোত্রীয় পদার্থ ।
৫। ফেন্সাইক্লিডাইন (Phencyclidine), ফাইলোসাইবিন (Psiocybin), নিকোকোডাইন (Nicocodine), মেথাকোয়ালন (Methaqualone) বা এদের হতে প্রস্তুতকৃত পদার্থ ।
"গ" শ্রেণীর মাদকদ্রব্য
১। তাড়ী, পাঁচুই ইত্যাদি ।
২। ডিনেচারড স্পিরিট (Denatured Spirit) বা মেথিলেটেড স্পিরিট (Methylated Spirit) ।
৩। ক্লোরডায়াজিপক্সাইড (Clordiazepoxide), ডায়াজিপাম (Diazepam), ওক্সাজিপাম (Oxazepam), লোরাজিপাম (Lorazepam), ফ্লুরাজিপাম (Flurazepam), ক্লোরাজিপেট (Clorazepate), নিট্রাজিপাম (Nitrazepam), ট্রায়াজোলাম (Triazolam), টেমাজিপাম (Temazepam) ইত্যাদি ।
৪। খ-শ্রেণীতে উল্লেখ নাই এমন যে কোন Sedative/Tranquilizer/Hypnotic ওষুধ ।
৫। ক বা খ শ্রেণীতে উল্লেখ নাই এমন যেকোনো Stimulant বা Depressant ওষুধ ।
এইবার দেখুন মাদকবহনকারীর জন্য কি শাস্তি অপেক্ষা করছেঃ
→ হেরোইন, কোকেন এবং কোকা উদ্ভূত মাদকদ্রব্য
(ক) মাদকদ্রব্যের পরিমাণ অনূর্ধ্ব ২৫ গ্রাম হইলে অন্যুন ২ বত্সর এবং অনূর্ধ্ব ১০ বত্সর কারাদণ্ড ৷
(খ) মাদকদ্রব্যের পরিমাণ ২৫ গ্রাম এর ঊর্ধ্বে হইলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড ।
→পেথিডিন, মরফিন ও টেট্রাহাইড্রোক্যানাবিনল
(ক) মাদকদ্রব্যের পরিমাণ অনূর্ধ্ব ১০ গ্রাম হইলে অন্যুন ২ বত্সর এবং অনূর্ধ্ব ১০ বত্সর কারাদণ্ড৷
(খ) মাদকদ্রব্যের পরিমাণ ১০ গ্রাম এর ঊর্ধ্বে হইলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড৷
→অপিয়াম, ক্যানাবিস রেসিন বা অপিয়াম উদ্ভূত, তবে হেরোইন ও মরফিন ব্যতীত, মাদকদ্রব্য
(ক) মাদকদ্রব্যের পরিমাণ অনূর্ধ্ব ২ কেজি হইলে অন্যুন ২ বত্সর এবং অনূর্ধ্ব ১০ বত্সর কারাদণ্ড ৷
(খ) মাদকদ্রব্যের পরিমাণ ২ কেজির ঊর্ধ্বে হইলে মুত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড ৷
→মেথাডন
(ক) মাদকদ্রব্যের পরিমাণ অনূর্ধ্ব ৫০ গ্রাম হইলে অন্যুন ২ বত্সর এবং অনূর্ধ্ব ১০ বত্সর কারাদণ্ড ৷
(খ) মাদকদ্রব্যের পরিমাণ ৫০ গ্রাম এর ঊর্ধ্বে হইলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড ৷
→ক-শ্রেণীর অন্যান্য মাদকদ্রব্য
অন্যুন ২ বত্সর এবং অনূর্ধ্ব ১৫ বত্সর কারাদণ্ড ৷
→গাঁজা বা যে কোন ভেষজ ক্যানাবিস
(ক) মাদকদ্রব্যের পরিমাণ অনূর্ধ্ব ৫ কেজি হইলে অন্যুন ৬ মাস এবং অনূর্ধ্ব ৩ বত্সর কারাদণ্ড ৷
(খ) মাদকদ্রব্যের পরিমাণ ৫ কেজির ঊর্ধ্বে হইলে অন্যুন ৩ বত্সর এবং অনূর্ধ্ব ১৫ বত্সর কারাদণ্ড ৷
→যে কোন প্রজাতির ক্যানাবিস গাছ
(ক) ক্যানাবিস গাছের সংখ্যা অনূর্ধ্ব ২৫টি হইলে অন্যুন ৬ মাস এবং অনূর্ধ্ব ৩ বত্সর কারাদণ্ড ৷
(খ) ক্যানাবিস গাছের সংখ্যা ২৫টির বেশী হইলে অন্যুন ৩ বত্সর এবং অনূর্ধ্ব ১৫ বত্সর কারাদণ্ড ৷
→ফেনসাইক্লিআইন, মেথাকোয়ালন এল, এস, ডি, বারবিরেটস এ্যামফিটামিন, অথবা এইগুলির যে কোনটি দ্বারা প্রস্তুত মাদকদ্রব্য
(ক) মাদকদ্রব্যের পরিমাণ অনূর্ধ্ব ৫ গ্রাম হইলে অন্যুন ৬ মাস এবং অনূর্ধ্ব ৩ বত্সর কারাদণ্ড৷
(খ) মাদকদ্রব্যের পরিমাণ ৫ গ্রাম এর ঊর্ধ্বে হইলে অন্যুন ৫ বত্সর এবং অনূর্ধ্ব ১৫ বত্সর কারাদণ্ড ৷
→খ-শ্রেণীভুক্ত অন্যান্য মাদকদ্রব্য
অন্যুন ৬ মাস অনূর্ধ্ব ৫ বত্সর কারাদণ্ড ৷
→গ-শ্রেণীর মাদকদ্রব্য
অনূর্ধ্ব এক বত্সর বা অনূর্ধ্ব ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড ৷
তবে,
→ কোন ব্যক্তি ক-শ্রেণীর কোন মাদকদ্রব্যের চাষাবাদ, উত্পাদন বা প্রক্রিয়াজাত করিলে, তিনি অন্যুন ২ বত্সর এবং অনূর্ধ্ব ১৫ বত্সর কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন ।
→ কোন ব্যক্তি খ ও গ-শ্রেণীর কোন মাদকদ্রব্যের চাষাবাদ, উত্পাদন বা প্রক্রিয়াজাত করিলে, তিনি অন্যুন ২ বত্সর এবং অনূর্ধ্ব ১০ বত্সরের কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন ।
→ কোন ব্যক্তি ধারা মাদকদ্রব্যের প্রয়োগ ও ব্যবহার সম্পর্কিত কোন বিধান লঙ্ঘন করিলে, তিনি-
(ক) ক-শ্রেণীর কোন মাদকদ্রব্যের ক্ষেত্রে, অন্যুন ২ বত্সর এবং অনূর্ধ্ব ৭ বত্সর কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থ দণ্ডেও দণ্ডনীয় হইবেন ।
(খ) খ-শ্রেণীর কোন মাদকদ্রব্যের ক্ষেত্রে, অন্যুন ১ বত্সর এবং অনূর্ধ্ব ৫ বত্সর কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন ।
(গ) গ-শ্রেণীর কোন মাদকদ্রব্যের ক্ষেত্রে, অন্যুন ৬ মাস এবং অনূর্ধ্ব ২ বত্সর কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন ।
→ এই ধারায় উল্লিখিত কোন অপরাধের জন্য দণ্ডিত হইয়া দণ্ড ভোগ করিবার পর যদি কোন ব্যক্তি পুনরায় এই ধারার উল্লিখিত কোন অপরাধ করেন, তাহা হইলে উক্ত অপরাধের দণ্ড মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড না হইলে, তিনি উক্ত অপরাধের জন্য সর্বোচ্চ যে দণ্ড রহিয়াছে উহার দ্বিগুন দণ্ডে দণ্ডনীয় হইবেন ।
সূত্রঃ
বাংলাদেশের প্রচলিত আইন