কীভাবে লিখলে তবে সেই গম্ভীর রাত্রির
সুনির্দিষ্ট ব্যথাগুলোকে ব্যাখ্যা করা যাবে?
রক্ত, বুলেট অথবা কলো রাত নিয়ে হয়ে গেছে শত ব্যবচ্ছেদ
অজস্র গল্প কবিতা, প্রবন্ধে জমাট বাঁধানো লাল হয়ে আছে তরতাজা!
রেখে আসা দিনগুলো ধরে এখনো....
বাংলার লাইব্রেরীগুলো পুড়ছে অক্লান্ত!
শুধু ভ্যাপসা রাত্রি উগরে উঠেছে বক্ষে বারংবার।
সেই ভোরে কী সূর্য যথেষ্ট লাল হয়ে উদয় হয়েছিলো?
তা আমার জানা নেই,
আমার জানা আছে শুধু একটি দীর্ঘকায় কালো সকাল।
কুকুরের মুখের লালা শুকিয়ে যাওয়া একটি সকাল
কলরবহীন শহুরে কাকের একটি সকাল
সৎকারের অপেক্ষায় থাকা একটি বিভ্রান্ত সকাল...
সেই সকল মানুষগুলোর রাত্রি জমানো ঘুমন্ত চোখে
আঁকা হয়েছিলো স্বাধীনতার প্রথম স্বপ্ন
ওরা আর দেখতে পায় নি লাল সবুজ
লাশের শহরে অভিশাপ রচিত হয়েছিলো
আলোহীন ভোরের দায়ভার বক্ষে নিয়ে
লাশের এলোমেলো রুলটানা খাতায় দস্তখত করেছিলো
যত চাষাভুষা, অশিক্ষিতের দল, শিক্ষিত, লেখক, কবি...
প্রেমের কবিতায় কবির আবেগের ঝড় বয়
প্রিয়তমার নিকট প্রেমিকের আকাশ ছোঁয়া অনুভূতি ঝরে পড়ে
কেউ কী জানে- আবেগের সর্বোত্তম সংজ্ঞা কী?
কেউ কী ধারণা রাখে- অনুভুতির সঠিক গভীরতা সম্পর্কে?
অস্ত্র ধরে হয় নি এই বাংলা স্বাধীন!
কেউ কী গভীরভাবে অনুভব করার ক্ষমতা রাখে -
মাথা উঁচু করে অবলীলায় দাঁড়িয়ে মৃত্যুকে বরণ করে নেয়ার শক্তি সম্পর্কে?
এই আবেগ, এই অনুভূতি, এই শক্তি -কী তার সংজ্ঞা?
না, হারিয়ে যায় নি এখনো সেই আবেগ, সেই অনুভূতি, সেই শক্তি ।
এখনো চোখের উত্তপ্ত জল ঝরানো বীর
এখনো গাঢ় দীর্ঘশ্বাস ফেলানোর বীর;
একটি স্বাধীন সূর্য বক্ষে নিয়ে নিভৃতে বেঁচে আছে
তাঁদের চোখে লেখা রয়েছে স্বাধীনতার সঠিক মূল্য
তাঁদের দীর্ঘঃশ্বাসে ঝরে পড়ে সেই পরাধীনতার গ্লানি
নির্মমতা, দাসত্বের পঁচনধরা ক্ষত বুকে এখনো অমলিন
সেই ক্ষতের তীব্র যন্ত্রণা তাঁদের দেয় নি ঘুমোতে ।
তোমাদের কী কোন ধারণা আছে এমন আত্মা সম্পর্কে?
যে আত্মায় সম্ভ্রমহানির কলঙ্ক স্বাধীনতা হয়ে গেঁথে থাকে
যে আত্মা স্বাধীনতার বিনিময়ে মৃত্যুলগ্নে জলের আপ্যায়ণ ফিরিয়ে দিয়েছে
আঁচলের কার্ণিশের নোনাজলে জমাটবাঁধা সন্তানের প্রিয়মুখ ।
অপেক্ষার নৃশংস কাঁটাতারে এমনি করে স্বাধীনতা ঝুলে ছিলো
দীর্ঘতর নয়মাস, ত্যাগ ভারী হয়েছিলো সেকেন্ড মেপে।
স্বাধীনতা নয় উড়ন্ত বিহঙের দিকে তাকিয়ে থাকার শিহরণ
স্বাধীনতা হচ্ছে সেই বিহঙের হৃদয় বিগত ইতিহাসে কতটুকু পুড়েছে তার তীব্র অনুভব...
ছবি বন্ধু- গুগল ইমেইজ ।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৯