হ্যালো বৃষ্টি... আমি বলছি, কোথাও থেকে কেউ একজন!
আমাকে দাও একটু ছুঁয়ে তোমার কোমল হৃদয় দিয়্রে
আমি মেঘ হতে চাই, ঠিক তোমার মত
রাত্রির সমুদ্রে ভেসে বেড়াবো নিশাচর
পাখির ঠোঁটে লেগে যাবো আলতো করে
নীলাভ দেহে হৃদয় এঁকে টুকরো টুকরো হবো
পূর্ণিমা ঢেকে প্রেমে মাতাল হবো চন্দ্রের সাথে
লাগামহীন সময়ের অজস্র গল্প শুষে নেবো
ঝরে পড়বো মাঠ, ঘাট, প্রান্তর, সমুদ্র, শৃঙ্গে
এভাবে দু'চোখে আঁকবো হিসেবহীন অমৃতসুধা...
রঙিন জলে সন্ধ্যার কাঁপন গহীনে
বৃক্ষের দেহে অজস্র রেখা বয়ে চলে
সে জীবন আঁকে মৃত্তিকার তরে
নিষ্পাপ নিঃশ্বাস নিঃসৃত হয় চারদিকে
একটি ভ্রূণ পরিপক্ক হয়, প্রস্ফুটিত হয়!
আমি বার বার ঝরে যেতে চাই
আমি বার বার ভুলে যেতে চাই
আমি বার বার মুছে যেতে চাই....
আমি বার বার হৃদয়কে ভেঙ্গে দিতে চাই-
নিশ্ছিদ্র সুখগুলোয় অথবা অযাচিত বিভ্রান্তে
শুধু একটি সবুজ হৃদয়ের জন্য
যার দেহে থাকবে সবুজ সুবাস
যার নিঃশ্বাসে প্রাণের সঞ্চারণ-
একিভূত আত্মার একাগ্র শিহরণ ।
ছবি বন্ধু- গুগল ।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২২