এক সফেদ আনকোরা দৃষ্টি, নীলাভ অবয়ব
দাঁড়িয়ে আছি অনুভবের এক তীব্র আকাঙ্খায়
নিশ্চিত কিছু একটা হবে, দাঁড়িয়ে আছে অনাথ সন্ধ্যা
হৃদয়ের কোণে সূর্যাস্ত, বেলানগর হচ্ছে ক্রমশ অমসৃণ।
আমার স্বপ্নেরা কোথায় ?
ওরা তো এখনো হয় নি অতীত !
আমার পূরণ হওয়া সুখগুলো কোথায় ?
স্মৃতিরা তো এখনো যায় নি মুছে !
আমার সকাল দুপুর ভোর সন্ধ্যারা কোথায় ?
সেকেলে অভ্যেসগুলো এখনো তো যায় নি ঘুঁচে !
আমার সত্য মিথ্যা বিষণ্ম আত্মাগুলো কোথায় ?
এখনো তো সকল জাগতিক সম্পর্ক অটুট !
আমার সুখ খোঁজা বিহঙ্গগুলো কোথায় ?
হৃদয় দিয়ে তাদের পুষতাম এই রক্তিম খাঁচায়
তারা তো এখনো করে নি আমাকে প্রত্যাখ্যান !
আমার বাহারি রঙের পুষ্প বাগানটা কোথায় ?
যাদের পাপড়ির ঘ্রাণে মাতাল হতাম দিবারাত্রি
আমি তো তাদের কখনো অযত্নে রাখি নি !
তবে চারদিক কেনো এমন শূন্য ?
শূন্যের বক্ষে শূন্য..তার বক্ষেও শূন্য..তার বক্ষেও...
প্রতিটি রেখা অক্ষ দ্রাঘিমায় নীরব শূন্যতা
বিন্দুতে আছে আমার দেহ, আমার অদেহ !
ওই দূরে দেখা যায় ক্ষুদ্র আলো
আমি পতিত হচ্ছি ধীরে ধীরে...ধীরে...ধীরে...
চোখের রঙিন পাতাগুলো অনুমতির অপেক্ষায়
ওরা চোখের আঙ্গিনা থেকে সরিয়ে নেবে দৃষ্টি
দু'হাতে চেয়ে দেখি নেই কোন রেখা অবশিষ্ট
আমি ভেবে পাই না রেখাগুলো কেমন ছিল !
চোখের রঙিন পাতাগুলো ধীরে ধীরে যাচ্ছে নেমে...
আমি আছি তীব্র এক অনুভবের আকাঙ্ক্ষায় ।
ওহ ! আজ ভোরের আলোটা চমৎকার
পর্দার আঁড়ালে যেন সে আনমনে খেলা করে !
ছবি বন্ধু- নেট ।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৬