জনম জনম... এই পথ ধরে.... নীরবে, নিভৃতে । কিছু কিছু আকাঙ্ক্ষা, ধীরে ধীরে গড়েছে এই আকাশচুম্বী অদ্রি!
ঐন্দ্রজালিক, তীব্র দৃষ্টি ধ্যানী- খুনে খুনে গৌধূলী । সন্ধ্যায় ঘর বেঁধে রাত্রির পৃথিবীতে এভাবেই জলের গায়ে প্রেম লেখে সবাই। তবুও ঘোর কাটে না, মৌহ লেগে থাকে চোখের পাতায়, রাজ্যে নিভু নিভু আলেয়া। একদল বেহালাবাদক সুর বাঁধে ' ব্যার্থ প্রেম' শিরোনামে ! আজ না হয় থাক মর্মব্যাথী অদ্রির এই বুক। অন্য এক পরাণ নিয়েই লিখি আজ ।
অদ্রির এই বুকে স্বচ্ছ আলোকরশ্মি । জোনাক দিয়ে সাজানো বাগান, রংধনু সাজে অজস্র প্রজাপতি, লাস্যময়ী মেঘ । অমর অনুভব, জলের হাঁসফাঁশ, বিহঙ্গের ফিসফাস, শুকনো পাতায় আত্মার হাতছানি ! সবুজে সবুজে শিশির, সোনালি রৌদ্র, ফাল্গুনী বাতাস, সংবৃত শিহরণ । সম্পর্কের এক অবিচ্ছেদ্য বাঁধনে ঘুড়ি ওড়ে স্বার্থহীন হৃদয় নিয়ে। ইচ্ছেরা অগোছালো নিত্যে সাজায় ধ্রুপদী শিল্প ।
অদ্রির এই বক্ষ বিশালতার আবরণে সাজানো । তাই এতে নেই অচেনা কোন দাগ, নেই অস্থির কোন ছায়া । শুধু আছে মসৃণতা, অমর লাবণ্য ! এ এমন এক অদ্ভুত পৃথিবী, যে কোন ক্ষণে, যে কোন অসারতায় জ্বেলে দিতে পারে আলো। ওরা বলে এটা নয়, এরা বলে ওটা নয়, তারা বলে এ তো অসম্ভব, সে বলে ও পথে যেও না ! শুধু তোরা কাঁধে হাত রেখে বলিস, 'বল এবার, তোর কী সমস্যা ? 'এক সেকেন্ডে মনের সকল দরজা জানালা খুলে বের করে দেই সকল বিষণ্ণতা। বলি, ওহ বন্ধু !
সৌন্দর্যে মাতাল আলগোছে এই পৃথিবীর নাম- বন্ধু, সই, সখা, দোস্ত !
ছবি কৃতজ্ঞতা- নেট বন্ধু !
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৫