হে ঢেউ, তুমি নিয়ে যাও কোন অচেনা পথে
আমি হৃদয়ে হেঁটে হেঁটে খুঁজবো শেষ গন্তব্য
শোন, হয়েছে আমার হৃদয়-জলকণায় প্রেম
নীল সন্ধ্যায় পুঁথি শুনবো জলতারাদের সাথে
পুঁথি পাঠক চাঁদ মধুর পরাণ খুলে হবে ধ্যাণী
এ হবে আমার চোক্ষে দেখা সৌন্দর্যের শ্রেষ্ঠ কান্না ।
জ্যোৎস্না ছড়িয়ে দেবে তরঙ্গ সমুদ্র দেবীদের দেহে
জোনাক নিজস্ব প্রতিবিম্বে ধাঁধায় হবে ছন্নছাড়া
জলরথীরা বেষ্টনী গেঁথে দিবে সমগ্র আসর জুড়ে
অদেখা গন্তব্যের অতন্দ্র প্রহরী হলদে ঝিনুক দল
দেয়ালে দেয়ালে, জলরঙা সন্ধ্যা রেখায় রেখায়
রঙধনু খেলে যায় লুকোচুরি, হৃদয়ে সাতরঙা প্রেম।
চোখের আঙ্গিনায় ভেসে বেড়াবে তীব্র আকাঙ্ক্ষার নীল
শুভ্র ছায়ায় ঢেকে যাবে চারপাশ, কর্ণে ধ্রুপদী সুর
হৃদয়ে রংতুলির অবগাহন, সুমধুর বিভ্রান্তি, রঙিন মুখোশ
দেহের প্রতিটি কোণ দুলবে রংতুলির প্রতিটি আঁচড়ে
জলের পাহাড় ঘেঁষে ঝর্ণা ঝরবে, দেহে তার রূপালি মুক্তো
সূর্য উঁকি দেবে পৃষ্ঠ থেকে, উষ্ণ রৌদ্র মিশে যাবে নীলে নীলে ।
জীবনের সান্নিধ্য আমি ছেড়েছি প্রকৃতির সাথে একাকীত্ব গড়বো বোলে
অজস্র মরু দাবদাহ পেরিয়ে এই জলকণার দেহে বুক রেখেছি
এখানে থাকবে গড়িয়ে পড়া প্রতিটি জল ফোটার নিখুঁত হিসেব
জলে জল গড়বে, জল জল রব উঠবে, জলদেবতার দেহ হবে শুদ্ধ
অতঃপর পূরণ হবে আমার একটি বেহিসেবী স্বপ্ন - জলের গায়ে লিখবো একাকীত্ব...
ছবি কৃতজ্ঞতা- গুগল ইমেজ।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১২:৩৫