দূরত্ব, তাকে আমি ভালোবাসি
সূর্যদয়ে, সূর্যাস্তে, রাত্রিতে
হৃদয়ের সকল আবেগ থেকে যাক জন্মের অপেক্ষায় !
তুমি সন্ধ্যা হয়ে ফিরো, যৌবনে থমকে যাও
আমি কিছু ইতিহাস লিখবো এই হৃদয়ের
নীবরে যে জমা করেছে শত কথা, শত আবেগ !
বেহিসেবী, অগোছালো, চন্দ্রবিন্দুহীন জীবনযাপণ
পাশে নেই তুমি, কোথায় খুঁজবো তোমায় ?
অবশেষে তাকাই মৃত্তিকায় গড়া সুপ্রাচীন এই ঘরে
জানালায় উঁকি দিয়ে দেখি মোমের আলোয় দেয়াল
লাল রঙের চাদরে মেখে আছো তুমি অপেক্ষায়
তোমার উষ্ণতায়, এই রঙ গড়েছে এই দেহ
মানচিত্রের রূপালি ক্ষয়ে কেঁদে উঠে প্রতিটি মোম
গলে গলে হতে চায় নিঃশেষ...
আর নয় আনমনে বসে থাকা, চেয়ে দেখো জানালায় বাইরে
এক নিঃস্ব অবয়ব তোমায় নিয়ে দেখে একাকি জ্যোৎস্না
ভেবে নাও তুমি, সেও তোমার অনাকাঙ্ক্ষিত অপেক্ষায়...
এভাবেই থেকো এই ঘরে, আলো হয়ে, ভালোবাসা জ্বেলে
শুধু জেনে রেখো, যার অপেক্ষায় তুমি আলো আঁধার গুজারি
তার ঘরেই তুমি সংসার সাজাও বেখেয়ালে
সে তোমার নিঃস্বার্থ খেয়ালি, পবিত্র প্রেম।
ছবি কৃতজ্ঞতা- নেট
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৫