কবি আজও বসেছে লিখতে
তবে কোন প্রতিবাদী কবিতা নয়
জাতির জন্য নয় কোন জাগরণ
নয় কোন অভুক্ত প্রেমিকের হৃদয়ে জেগে উঠা প্রেম
দুঃখ-সুখের আবেগমাখা কোন বর্ণনাও আজ নয় !
লিখতে বসেছে কবি এমন একটি কবিতা-
যার কোন বিষয় নেই, নেই কোন উদ্দেশ্য, হবে না কোন অর্থ !
সবাই কেন লেখার মধ্যে অর্থ খোঁজে ?
পারে না যারা নিজেদের জীবনের কোন নির্দিষ্ট অর্থ বের করতে !
এমন কবিতা লিখবে কীভাবে কবি !
লাজ লজ্জাহীন নারীর মত শুধু ছুটে যাবে কী তার চরণ !
নাকি কোন নিঃস্বের ছোট্ট কুঁড়ে ঘরের মত ছন্দ হবে তার !
শব্দগুলো রাতদিন খেটে অভুক্ত পড়ে রইবে কী !
যে কবিতায় নেই কোন অর্থ সে তো এমনি হওয়ার কথা ।
কবিতানুরাগীরা হবে হতাশ, দেখে কবির কবিত্ব
হোক হতাশ, এতে কবি চিন্তিত নয় কিঞ্চিৎও !
যারা এতকাল কবিতার ভরণ পোষণে হৃদয়ের ক্ষুধা মিটিয়েছে
তাদের আবার অনুরাগ কীসের এতো ?
অর্থহীন কবিতা লিখে কবির শান্তি মিলছে
তাতে হলে হোক পৃথিবী অশান্ত !
এমন কত পৃথিবী ধ্বংস হয়ে গেছে কবির চোখে !
তার খবর রেখেছে কয়জনে !
যুগের গহীনে কতশত কবি গেছে হারিয়ে অর্থহীন হয়ে
কতরাত উদরের যন্ত্রণায় ভিজেছে কবিতার খাতা !
কেউ রাখে নি খোঁজ, ভিক্ষুকের মত পেতে ছিলো হাত শুধু কবিতার জন্য
এরপর ? কবিকে গালি দিয়ে চরণগুলো বুকপকেটে নিয়ে হলো বিদায়
একবারও কেউ দেখে নি পেঁছন ফিরে,
দু'হাতের ভাঁজে একবুক যন্ত্রণা নিয়ে কবি দেয় লাগিয়ে দরজার অর্থহীন খিড়কি
ঘুণেধরা টেবিলের বুকে আছে পড়ে কবিতার খাতা,
চরণগুলোয় লেগে আছে তাজা অশ্রুর দাগ ।
ছবি কৃতজ্ঞতা- নেট ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৫:৫৪