জীবন্ত এই শরীরে মৃতের গন্ধ
পূর্ণাঙ্গ দৃষ্টির চোখে অজস্র আঁধার
রক্তিম হৃদয়ে আছে জমে জমাট কালো
অদৃশ্য আত্মাকে খুঁজে ছাই এক মুঠো ।
কত আত্মাকে দেখেছি দেহের বাইরে
সময়ের ভাঙ্গাচুরা কার্নিশ ঝুলে থাকতে !
লালের রাজ্যে নীলের আধিপত্য
গ্রহণ করেছে দেহ-সভ্যতা অজুহাতে ।
মৃত হয়েও চেষ্টা আপ্রাণ জীবিত কল্পনায়
রটেছে গুজব শাস্তি দিয়েছে অপূর্ণতা
চিকচিকে রঙের দেয়ালে দাগ খসে পড়ার
আয়নার পেঁছনে পরম সুখে বেঁধেছে বাসা ছারপোকা
ঘরটার বেড়েছে বয়স, আসবাবে পড়ছে ঝরে মৃত্তিকা ।
আবারও হবে সাজানো একটি ঘরের শেষ মৃত্যু
আবার হবে কোথাও কোমলতায় একটি বৃক্ষের প্রথম জন্ম ।
ছবি কৃতজ্ঞতা- নেট ।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৬ রাত ১২:৩৮