তোমাদের বাড়ী কোথায়? এটিকে কোন অঞ্চলের আঞ্চলিক ভাষায় কি বলে?
আসুন তা জেনে নেই।
যেমন -
১. চাঁপাই নবাবগঞ্জ - তোমারঘে বাড়ী কুণ্ঠে জ্বী?
২. গাইবান্ধা - ক্যা-রে, তোমার ঘরে বাড়ী কোটে?
৩. নোয়াখালী - তোর বাই কন্ডাই?/তোঙ্গো বাড়ি কোনাই?
৪. চট্টগ্রাম - তোঁয়ার বাড়ি হন্ডে?
৫. যশোর - তুমাদের বাড়ী কনে?
৬. সিলেট - তুমরার বাড়ি খই?
৭. রংপুর... তোর বাড়ী কোনঠে বাহে?/তোর বাড়ী কোটে?
৮. বগুড়া: তোমার বাড়ি কুন্টি ?
৯. নেত্রকোণা - আফনের বাড়ী কই?/ তর বাড়ী কইনো?/ ওই তোর বাড়ী কোন হান?
১০. রাজশাহী - তোর বাড়ি কতি?
১১. জামালপুর - তোমাগো বাড়ি কুঠাই?
১২. কুষ্টিয়া - তোমাদের বাড়ি কোয়ানে?
১৩. টাংগাইল -- তোমাগো বাড়ি কোনহানে?
অন্য কোন অঞ্চলের/জেলার জানা থাকলে এ্যাড করুন প্লিজ।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৭