শুধু কি সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল হাসি ফুটিয়ে তোলে টুথপেস্ট ? না, এর অবাক করা আরও বহুবিধ ব্যবহার আছে! জেনে নিতে পারেন এমন কয়েকটি
আঁচড় লাগা জুতা :
জুতায় আঁচড় লাগলে কেমন লাগে? চিন্তার কিছু নেই, চামড়ার জুতায় নিশ্চিন্তে পালিশ করতে পারেন টুথপেস্ট। দাগ উঠে যাবে। অল্প একটু পেস্ট নিয়ে নরম কাপড় দিয়ে ঘষতে থাকুন। নতুনের মতো দেখাবে।
কাপড়ের জুতা বা স্নিকার্স:
স্নিকার্সের রাবার অংশটি আরো সাদা কিংবা পরিষ্কার করতে চাইছেন? তবে ননজেল টুথপেস্ট ও পুরনো টুথব্রাশ হাতে নিন। এবার জোরে জোরে ডলতে থাকুন। শেষে ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন।
ইস্ত্রি: পুরনো ইস্ত্রি দিয়ে কাপড় ঘষলে কালো ছোপ পড়ে যায়। সমাধান দেবে টুথপেস্ট। ননজেল টুথপেস্ট ঠাণ্ডা ইস্ত্রির নিচের অংশে লাগিয়ে ন্যাকড়া দিয়ে ভালো করে ডলা দিন, পরে আলতোভাবে ধুয়ে ফেলুন। নতুন হয়ে যাবে।
ডায়মন্ড রিং:
পুরনো টুথব্রাশে অল্প একটু পেস্ট নিয়ে ডায়মন্ড রিংয়ে ঘষে কাপড় দিয়ে মুছে ফেলুন। জ্বলজ্বল করবে।
ফিডার:
দুধের গন্ধ যায়ই না ফিডার থেকে। ভাবনার কিছু নেই। টুথপেস্ট মুহূর্তেই সুগন্ধ এনে দেবে। একটু পেস্ট দিয়ে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ঝাপসা গগলস:
ধুলাবালি, স্কিইং কিংবা স্কুবা ডাইভিং প্রভৃতিতে ঝাপসা হয়ে আসে গগলস। ফলে ঘটতে পারে বিপদ। এ অবস্থা থেকে মুক্তি পেতে টুথপেস্ট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন গগলস।
বাথরুমের আয়না:
ঝাপসা আয়নার কারণে শেভ করতে গিয়ে কেটে ফেলেছেন? ননজেল টুথপেস্ট দিয়ে আয়না পরিষ্কার করে নেবেন। দেখবেন, ঘণ্টাখানেক শাওয়ার নেয়ার পরও আয়না ঝাপসা হচ্ছে না।
বেসিন:
ননজেল টুথপেস্ট দিয়ে বেসিন পরিষ্কার করুন। বেসিনে কোনো জীবাণু থাকবে না।
দেয়ালের দাগ:
শিশুরা দেয়ালে আঁকাজোকা করবেই। এ শিল্পকর্ম মুছে ফেলতে টুথপেস্টই ভরসা। ননজেল টুথপেস্ট দিয়ে ভালো করে ঘষুন। পানি দিয়ে ধুয়ে ফেলুন।
লিপস্টিক বা কলমের কালির দাগ:
কলমের কালিতে পকেট ভরে গেছে ? লিপস্টিকের দাগ লেগেছে কাপড়ে ? চিন্তার কিছু নেই, ননজেল টুথপেস্ট দাগের ওপর ভালোভাবে ঘষে নিন। প্রথমবারে যদি একটু কমে থাকে, তবে আরো কয়েকবার চেষ্টা করে দেখুন দাগ মিলিয়ে যাবে। মনে রাখবেন, এটা কিন্তু সবসময় কাজ করে না। এ পদ্ধতি নির্ভর করে কাপড় ও কালির ওপর।
ফার্নিচার:
জলছাপ পড়েছে ফার্নিচারে? দুধ, চা-কফি পড়েছে? এবার ননজেল টুথপেস্ট দিয়ে কাঠের ওপর নরম কাপড় দিয়ে ডলাডলি করুন। কাঠে নতুন রঙ করতে চাইলে অবশ্যই শুকিয়ে নেবেন।
ফুসকুড়ি:
ব্রণ নিয়ে অস্বস্তি আর নয়। ননজেল রঙিন টুথপেস্ট ব্রণের ওপর হালকাভাবে রাতে লাগাতে পারেন। এটা ব্রণের পানি শুকিয়ে দেয় এবং ত্বকের তেল শুষে নেয়। এ পদ্ধতি পাকা ব্রণের জন্য কার্যকর। তবে নাজুক চামড়ায় জ্বালাপোড়া হতে পারে।
হাতের দুর্গন্ধ:
মুখের দুর্গন্ধ যেমন দূর করে, তেমনি হাতেরও। তীব্র ও কটু গন্ধযুক্ত দুর্গন্ধ থেকে তাত্ক্ষণিক মুক্তি পেতে টুথপেস্ট দিয়ে হাত ধুয়ে নিন।
বড় বড় বিষ পিঁপড়া কামড়ালে জ্বালাপোড়া করলে একটু টুথপেস্ট সেখানে লাগালে জ্বালাপোড়া একদম কমে যায় । এটা পরিক্ষিত ।
কোথাও গরম তেল বা পনি পড়েছে, সাথে সাথে একটু পুথপেস্ট লাগিয়ে দিন, দ্রুত জালা পোড়া বন্ধ হয়ে যাবে ........
স্বর্ণ বা রূপার গহনা অনেক ব্যবহারে অনুজ্জল হয়ে গেছে? নো টেনশান ! টুথ পেস্ট দিয়ে ঘষে ধুয়ে নিন। সেইরকম পরিস্কার হবে।
পিচ্ছিল, থকথকে জেলর মতো দেখতে যেই পেস্ট তা হল জেল টাইপ। ক্লোজ আপ জেল(পিচ্ছিল) টাইপ । আর পেপসোডেন্ট হল নন জেল টাইপ।
তথ্যগুলো মনে পড়ছিল। কিন্তু কোথায় পেয়েছি। সরি - রেফারেন্সটি মনে পড়ছে না।