প্রিয় ডোলেনসার গ্রাহক ভাই-বোনেরা।
শুক্রবার সন্ধ্যায় চারিদিকে অনেক র্যাব/পুলিশ সদস্যরে মহড়া। সকালে এদের সংখ্যা অনেক বেড়ে গেছে। রাস্তা দিয়ে রিক্সা যেতে পারছেনা মানুষের ভিড়ে। ঘুম থেকে উঠে বারান্দায় দাড়িয়ে থেকে দেখে চিন্তা করলাম কোন সন্ত্রাসী কার্যক্রম বা কার্যক্রমে জড়িত কাউকে হয়তো পাওয়া গেছে। নিচে নামলাম ঘটনা জানার জন্য। পাশে নির্মাণাধীন ভবনের কাছে একজনের কাছে ঘটনাটি শুনতে চাইলাম। সে প্রথম বাক্যটি শেষ করতে পারে নি। তার আগের আমার ঘাড়ের বাম পার্শে প্রচন্ড রকমের আঘাত পেলাম। ভাবলাম বোমা পড়ল মনেহয়। মুহুর্তেই কিছু বুঝে উঠার আগেই ব্যাথায় অবশ গেল আমার বাম কাঁধ। আসলে নির্মানাধীণ ব্লিডিং হতে আমার ঘাড়ের উপর প্রায় ১৫ ফুট লম্বা একটি বাঁশ পড়েছে। বুঝতেই পারছেন যা হবার তাই হয়েছে। যে কারণে তখন পোষ্ট দিতে পারিনি-দুঃখিত ব্যক্তিগত কথা লেখার জন্য।
যাইহোক জানতে পেরেছি আর্ন বাই ক্লিক প্রতিষ্ঠান ডোলেনসারের এমডি নাকি প্রায় ১৫০ কোটিরও বেশি টাকা নিয়ে দেশ থেকে পলায়ন করেছে। গ্রাহকরা জানতে পেরেছে পিরের বাগের (মিরপুর- শেওড়াপাড়ার পশ্চিমে) একটি বাসাতে উক্ত এমডির শাশুড়ি থাকেন। উপায়ন্তর না হয়ে সে বাসা ঘেরাও করে চাপ সৃষ্টির চেষ্টা করছে।
এত বেশি সংখ্যা গ্রাহকরা সেখানে জমা হয়েছেন এবং উত্তেজিত হয়েছেন যে ভাগ্যক্রমে উক্ত বিল্ডিংটি এ্যাডভান্সড পুলিশ সদস্যরা মিলে তৈরী করেছেন। তাদের নিজস্ব বাসা এবং সেখানে আইন শৃঙ্খলা বাহীনির সদস্যরা প্রশংসনীয় ভূমিকা পালন করছেন। তাই বিল্ডিংয়ে কোন ভাংচুর হয়নি।
ডোলেনসারের এমডি-র সাথে তার শাশুড়ির যোগাযোগ হয়েছে এবং এমডি আজকে দেশে ফিরছেন বলে মানুষের মধ্যে শোনা যাচ্ছিল।
শেষ খবর পেলে জানাব আশা করছি।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১২ সকাল ১১:৪৫