somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিলেশন ও ঝগড়া

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিলেশনকালীন সময়ে ছেলে ও মেয়ের মধ্যে
১টি বারের জন্যও ঝগড়া হয় নি এমন
রিলেশনশীপ খুজে পাওয়া দুষ্কর। আশা করি এ
নিয়ে কেউ মতবিরোধ করবেন না। এবার আসুন
রিলেশনকালীন সময়ে কমন যেসব বিষয় নিয়ে
ঝগড়ার সূত্রপাত হয় সে বিষয়গুলো সম্পর্কে
আলোকপাত করা যাক।
রিলেশনের ৯০% ঝগড়ার উপাদান চার ধরণের,
যা ৪ ‘ফ’ নামেও পরিচিতি:
১. ফ্রেন্ডস (মিউচুয়াল ফ্রেন্ডরা বেশি)
২. ফ্যামিলি (প্রধানতঃ কাজিনরা)
৩. ফোন
৪. ফেইসবুক
লক্ষ্য করলে দেখা যায় অধিকাংশ ঝগড়ায়
এগুলোর অন্ততঃ একটি বা একাধিকের
অবদান থাকে। আবার চলমান ঝগড়ার
‘নিয়ামক’ বা ‘প্রভাবক’ হিসেবেও কাজ করে
এগুলো।
মাধ্যম: ঝগড়ার মাধ্যমগুলো চিহ্নিত করতে
গেলেও মোট ৩টি ‘ফ’ -পাওয়া যাবে:
১. ফোন
২. ফেইসবুক
৩. ফেইস-টু-ফেইস (সামনাসামনি)
ঝগড়ার শুরুটা: ঝগড়ার শুরুটা সাধারণতঃ কোন
একটা কটুক্তি/খোঁচা মারা কথা বা অভিমান
বা জেরাযুক্ত প্রশ্ন থেকে। আবার দীর্ঘ
নীরবতা বা দীর্ঘশ্বাস থেকেও জন্ম নিতে
পারে ঝগড়া। কাপলের মানসিকতা, রাগের
পরিমাণ ও মূল বিষয়ের গুরুত্বভেদে ঝগড়াটা
শুরু হতে পারে একবারে বা দফায় দফায়। কিছু
লক্ষ্যনীয় বিষয়:
● কয়েক দফা ফোনালাপে ঝগড়ার শুরু হতে
পারে। দু’জনেই নিজেদের পয়েন্টগুলো মুখের
ওপর বলে দিতে চায়। দফায় দফায় লাইনও
কাটা হয়।
● ঝগড়া শুরুর পরপরই অনেকে নিজের বা
বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের ফ্রেন্ড
(বিশেষতঃ মিউচুয়াল ফ্রেন্ডদের) বা
কাজিন-টাজিনদের ঝগড়ার কথা জানায়।
অনেকে আবার না জানালেও মন-টন খারাপ
করে তাদের ফোন দেয়।
● অনেককে দেখা যায় নিজেদের কথা
সরাসরি অপরজনকে না বলে ভায়া (বন্ধু/
কাজিন প্রভৃতি) বলানোর। এতে করে সরাসরি
তোপ থেকে মুক্তি মিললেও প্রায়ই
কমিউনিকেশন গ্যাপের কারণে আরো বড়
ঝগড়ার সৃষ্টি হয়।
● অনেক ঝগড়াই একদম এই প্রথম স্টেজেই
মিলে যায়। এটার বেশ ক’টি কারণ আছে:
‘পরস্পরের প্রতি টান’ বা ‘এই ঝগড়ার চাইতেও
বড় কোন সমস্যা জীবনে আসা…’ ইত্যাদি। তবে
অধিকাংশ ক্ষেত্রেই কারণটা ক্লান্তি,
বিরক্তি, ‘কি দরকার, ভালোই তো ছিলাম…’
বা স্যাক্রিফাইজিং মনোভাব।
প্রকারভেদ:
১. ““তুমি এটা বললা কেন?” -ঝগড়া: রিলেশনের
ঝগড়ার মোস্ট টিপিক্যাল ফর্ম এই ধরণের
ঝগড়া। গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের বলা
কোন কথা গায়ে বিপরীতজনের গায়ে লাগা
থেকে এমন ঝগড়ার সূত্রপাত। তবে এ ধরণের
ঝগড়া বেশিদিন টিকে না।
সূত্রপাত: ফেইস-টু-ফেইস, ফোন, ফেইসবুক
কমন ডায়লগ:
● “তাই বলে এভাবে বলবা?”
● “এটা দিয়ে কি mean করলা?”
● “ও… তোমাকে বললে তোমার মনে হয়… কিন্তু
আমার কিছু মনে হতে পারবে না??”
● “আজব!!!”
২. “তুমি আর তোমার স্টুপিড ফ্রেন্ডরা…” –
ঝগড়া: ফ্রেন্ডদের বলা কোন কথা বা কোন
বেকুবী এ ধরণের ঝগড়ার জন্ম দেয়। তবে
বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রেই ঝগড়ার উৎস
বয়ফ্রেন্ডের বন্ধুরা। বন্ধুদের বেশি সময় দেয়া
নিয়েও হতে পারে ঝগড়া।
কমন ডায়লগ:
● “থাকো তুমি তোমার ফ্রেন্ডদের নিয়ে!”
৩. ফেইসবুকে ঝগড়া: ওরে বাপরে! ভয়ংকর
ধরণের ঝগড়া এটা। মানুষ যে ফেইসবুককে ২য়
জীবন বানিয়ে ফেলেছে তারই প্রভাব এটা। এ
ধরণের ঝগড়া অনেক কারণে লাগতে পারে:
● অপরিচিত/বাস্তবে পরিচিত কিন্তু অপছন্দ
ব্যক্তির ফ্রেন্ড রিকোয়েস্ট (এবং/অথবা
Accept করা)
● ছবি বা স্ট্যাটাসে উল্টোপাল্টা কমেন্ট
● লাগাতার কমেন্ট ও লাইক আদান-প্রদান
● চ্যাটে দেরি করে জবাব দেয়া
● ফেইসবুকে এক্সের পুনরাবর্তন (“আমাদের
মধ্যে কিছু নাই, জাস্ট ফ্রেন্ড” – দাবি করে)
কমন ডায়লগ:
● “আমি বলছি তাই ব্লক করবা…. আর কোন
কারণ তো দরকার নাই?”
● “তোমার ফ্রেন্ডদের নিয়েতো আমার কোন
সমস্যা নাই…!!”
● “ফেইসবুকে কে আমার ফ্রেন্ড হবে না হবে
সেটা কি তুমি ঠিক করবা?”
কমন প্রতিক্রিয়া:
● ফেইসবুক প্রোফাইল ডিঅ্যাক্টিভেট/
ডিলেট।
● বিবাদমান ফ্রেন্ড/বয়ফ্রেন্ড/
গার্লফ্রেন্ডকে ফ্রেন্ডলিস্ট থেকে রিম্যুভ।
● “আগামী কয়েক মাস ফেইসবুকে আসা হবে
না….” টাইপের স্ট্যাটাস দিয়ে ৯ দিনের
মাথায় কামব্যাক!
৪. “ওই মেয়ের সাথে তোমার এতো কি?” -
ঝগড়া: বুঝতেই পারছেন এই ঝগড়ায় মূল ভূমিকা
গার্লফ্রেন্ডের। বয়ফ্রেন্ডের অন্য কোন
মেয়ের সাথ অন্তরঙ্গতা/হেসে হেসে কথা
বলা/সঙ্গ দান থেকে এ ধরণের ঝগড়ার
সূত্রপাত। অনেক সময় ছেলের উদ্দেশ্য সৎ
থাকলেও ঝগড়া বেঁধেই যায়।
কমন ডায়লগ:
● “আমি বললে তো কখনো করো না…”
● “OK যাও! ঐ মেয়ের কাছে যাও… আমাকে
তো আর তোমার দরকার নাই…” (কৃত্তিম
অভিমানের সুরে)
● “আমাকে তো আর এখন তোমার ভালো লাগে
না…. আমিতো পুরান হয়ে গেছি…” (ডায়লগটি
অত্যন্ত ক্ষ্যত এবং বললেও সাধারণত কৃত্তিম
অভিমানের সুরেই বলা হয়ে থাকে)
৫. ইগনোরেন্স/অবহেলা ঝগড়া: গার্লফ্রেন্ড
বা বয়ফ্রেন্ডের প্রতি কোন অবহেলা বা
Ignorance থেকে এ ঝগড়ার শুরুটা।
স্বভাবগতভাবেই অ্যাটেনশন সিকিং হলেও
মানুষ রিলেশনে এসে আরো বেশি মাত্রায়
অ্যাটেনশন চায়। আর তার মধ্যে যদি কোন
পক্ষের গাফিলতি হয়, তাহলে তো কোন কথাই
নেই… মূহুর্তেই বেঁধে যায় তুমুল ঝগড়া।
রিলেশনে ছেলেদের মধ্যে কেয়ারলেস
ভাবটা বেশি দেখা যায়। আর তাই অধিকাংশ
ক্ষেত্রেই এ ধরণের ঝগড়ার রাগটা জমতে
দেখা যায় গার্লফ্রেন্ডের মনে।
কমন ডায়লগ:
● “একবারো খোঁজ নিসো…বলো?”
● “আধাঘন্টা ধরে আমি দাঁড়ানো…”
● “এমনিতেই দেখা হয় সপ্তাহে একবার….
তারপর ডেটে এসেও মোবাইলটা টেপাই
লাগবে?”
● “৪টা পর্যন্ত জেগে ছিলাম… তারপর আর
পারি নাই।”
৬. সন্দেহভাজন ঝগড়া: অন্য কারো সাথে
বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড্রের রিলেশন চলছে
– এমন সন্দেহের থেকে বা নিশ্চিত হয়েই এ
ধরণের ঝগড়া শুরু হয়। এ ধরণের ঝগড়াই সবচেয়ে
বেশি ব্রেকআপে রূপ নিতে দেখা যায়। মজার
ব্যাপার মেয়েরা যেভাবে ছেলেদের
সরাসরি জিজ্ঞেস করে ফেলে তাদের
সন্দেহের ব্যাপার। কিন্তু অধিকাংশ
ক্ষেত্রেই ছেলেরা সেটা করে না। উল্টো
তাঁরা খোঁচায়। খুঁচিয়ে খুঁচিয়ে তথ্য বের করে
করে মূল পয়েন্টে নিয়ে আসে।
কমন ডায়লগ:
● “১ ঘন্টা ধরে ওয়েটিংয়ে, কার সাথে এতো
কথা?”
● “মেয়েটা কে?”
● “আগেতো এমন ছিলা না…”
● “তুমি গেসো কি না বলো? হ্যাঁ… বা… না!”
● ” আমি যা বোঝার বুঝে গেসি…”
● “আর কিছু কি বলা বাকি আছে?”
৭. ‘সময় দিতে না পারার’ -ঝগড়া: ব্যস্ততার
কারণে রিলেশনে প্রয়োজনীয় সঙ্গ বা সময়
না দিতে পারা থেকে এমন ঝগড়ার সূত্রপাত।
কমন ডায়লগ:
● “কাজ আমার থাকে না? ব্যস্ত কি শুধু তুমি
একাই থাকো?”
● “তুমি আমাকে ব্যস্ততার কথা শুনাচ্ছো?”
● “ফোন না হোক – একটা মিসকল বা
ম্যাসেজতো তো অ্যাটলিস্ট দিতে পারতা…”
৮. সিলি ঝগড়া: নিজেদের খুবই ক্ষুদ্রাতি-
ক্ষুদ্র বিষয় ধরাধরি নিয়ে এমন ঝগড়া হয়।
ঝগড়ার টপিক যে কোন বিষয় হতে পারে, তবে
খুব সহজেই এড়ানো যেতো এমনটাই সিলি হবে।
যেমন:
● অমুক নায়িকা/মডেলকে Hot লাগে।
● ফোন কাটলা কেন?
● এইটা কি স্ট্যাটাস দিসো?
● “অমুক ফ্রেন্ডকে ডাকলা কেন?”
…..ইত্যাদি…..
৯. সিরিয়াস ঝগড়া: সিরিয়াস ঝগড়ার রূপ নয়,
বিষয়াদি সিরিয়াস। ঝগড়ার মূল আলোচনা
এমন বিষয় নিয়ে হয় যেটা রিলেশনের একদম
মূলস্তম্ভের সঙ্গে জড়িয়ে আছে (বিশ্বাস,
ভালোবাসা, বিয়ে, তৃতীয় কেউ ইত্যাদি)।
সিরিয়াস ঝগড়া না মিটলে রিলেশন ভেঙে
যাওয়া প্রায় অবধারিত এবং এ ধরণের ঝগড়ায়
ভাঙা রিলেশন ফের জোড়া লাগে কম যদি না
মনোবল ও টানটা প্রবল হয়।
ঝগড়ার মাঝে: ঝগড়ার মাঝখানটা বৃষ্টি
আসবে আসবে ভাব আকাশের মতো –
● এ সময়টায় অনেকেই ওয়েটিং গেইম খেলে।
অন্যপক্ষ থেকে কিছু না বলা পর্যন্ত নিজেও
কিছু বলে না।
● কেউ কেউ “তোমাকে ছাড়াও আমার দিব্যি
চলে যাচ্ছে…” – ধরনের মানসিকতা দেখান।
● নিজের দোষ নেই জেনেও রাগে ও
অভিমানে “আচ্ছা যাও সব দোষ আমার…”
এমনটাও বলতে দেখা যায় কাউকে কাউকে।
● ঝগড়ায় গোঁ ধরে বসে থাকলেও অনেকেই
কোন-না-কোন ভাবে চুপি চুপি প্রিয়জন কেমন
আছে, কি করছেন এমনটা জেনে নিতে নিতে
ভুলেন না।
● যুক্তিনির্ভর কাপলদের ঝগড়ার এ পর্যায়টা
খুব দীর্ঘ হয়। অনেকই আবার অধৈর্য্য হয়ে যান,
রাগটা আর ধরে রাখতে পারেন না। কারো
কারো ঝগড়ায় মেটানোর মানসিকতা
থাকলেও শুধু যুক্তিতে হেরে যাওয়ার ভয়ে আগ
বাড়িয়ে ফোনটা আর দেন না। উল্টো কলটার
অপেক্ষায় থাকেন।
ঝগড়ার শেষ: ঝগড়ার শেষটা খুব অদ্ভূত –
● পুরোটা ঝগড়ার সময় দু’জনের কেউই হয়তো
নিজেদের কোন দোষ আছে বলে মানতে
রাজি ছিলো না। অথচ ঝগড়া শেষ হবার পর
এখন আর যেন নিজের দোষ খুঁজে পেতে সমস্যা
হয় না।
● ঝগড়া শেষে অনেক কাপলই রিলেশনের নতুন
অর্থ খুঁজে পান। একসাথে থেকে তারা
কতোটা সুখী তার শোকর আদায় করেন।
● ঝগড়ার পর বেশ ক’দিন পর্যন্ত দু’জনের
আচার-ব্যবহারেই একটা বেশ ‘পজিটিভ
অ্যাফেক্ট’ থাকে (সারাক্ষণই ঝগড়ার উপরে
থাকে এই টাইপ বাদে)। অনেক বেশি সহনশীল,
হেসে হেসে বলা, “কোন ব্যাপারই না…”
টাইপের আচরণ দেখা যায়। কিন্তু সমস্যা
কিন্তু আবার ঠিকই হয়।
● সব ঝগড়ার শেষটা মধুর হয় না। রিলেশন শেষ
হয়ে যায় বা হওয়ার অপেক্ষা থাকে।
কমন ডায়লগ:
● “ভুল আমারো ছিলো…”
● “আমরা দু’জনেই বাচ্চাদের মতো করেছি…”
● “তোমার সমস্যা হলো তুমি বলোনা… এরপর
থেকে এমন কোন সমস্যা হলে আগে আমাকে
বলবা…”
উল্লেখ্য: ঝগড়া মেটাতে ফ্রেন্ডদের
কার্যকারিতা বেশি, এক্ষেত্রে সচরাচর
কাজিনদের পারফরমেন্স খুবই খারাপ।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৬
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাহ সাহেবের ডায়রি ।। সংস্কারের জন্য টাকার অভাব হবে না, ড. ইউনূসকে ইইউ

লিখেছেন শাহ আজিজ, ০৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:২৪



বুধবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং সফররত এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক পাওলা... ...বাকিটুকু পড়ুন

তোমার বিহনে কাটে না দিন

লিখেছেন মায়াস্পর্শ, ০৭ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:০৩



অবস্থানের সাথে মন আমার ব্যাস্তানুপাতিক,
বলে যাই যত দূরে ততো কাছের অপ্রতিষ্ঠিত সমীকরণ।
তোমাকে ছেড়ে থাকা এতটাই কঠিন,
যতটা সহজ তোমার প্রতিটি চুল গুনে গুনে
মোট সংখ্যা নির্ণয় করা।
তোমাকে... ...বাকিটুকু পড়ুন

বিশ্রী ও কুশ্রী পদাবলির ব্লগারদের টার্গেট আমি

লিখেছেন সোনাগাজী, ০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৫



আমাকে জেনারেল করা হয়েছে ১টি কমেন্টের জন্য; আমার ষ্টেটাস অনুযায়ী, আমি কমেন্ট করতে পারার কথা; সেটাও বন্ধ করে রাখা হয়েছে; এখন বসে বসে ব্লগের গার্বেজ পড়ছি।

সম্প্রতি... ...বাকিটুকু পড়ুন

ছবি কখনো কখনো কিছু ইঙ্গিত দেয়!

লিখেছেন ডার্ক ম্যান, ০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭



গতকাল ভারতীয় সেনাপ্রধানের সাথে বাংলাদেশ সেনাপ্রধান এর ভার্চুয়ালি কথা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী তাদের অফিসায়াল এক্স পোস্টে এই ছবি পোস্ট করে জানিয়েছে।

ভারতীয় সেনাপ্রধানের পিছনে একটা ছবি ছিল ১৯৭১ সালের... ...বাকিটুকু পড়ুন

প্রথম আলু

লিখেছেন স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা, ০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯



লতিফপুরের মতি পাগল
সকালবেলা উঠে
পৌঁছে গেল বাঁশবাগানে
বদনা নিয়ে ছুটে



ঘাঁড় গুঁজে সে আড় চোখেতে
নিচ্ছিল কাজ সেরে
পাশের বাড়ির লালু বলদ
হঠাৎ এলো তেড়ে




লাল বদনা দেখে লালুর
মেজাজ গেল চড়ে।
আসলো ছুটে যেমন পুলিশ
জঙ্গী দমন করে!





মতির... ...বাকিটুকু পড়ুন

×