# মা_হারা_সন্তানের_অাত্মকথন
মা,ওমা,,তোমাকে ভালোবাসি খুব
বেশি।
মা তুমিও কি ভালোবাস অামাকে?
জানি তুমি অামাকে খুব বেশি
ভালোবাস।
না হয় কি তোমার জীবনের বিনিময়
অামাকে জীবন দিতে।
তুমি সত্যিই বড় মহান।
মা,ওমা,তুমি কেমনে থাকো অামাকে
ছেড়ে।
মা, তোমাকে ছাড়া বাঁচতে চাইনি
অামি।
মা,অামি এমন কি অপরাধ করেছিলাম,যার
জন্য এত দুঃখ পেতে হলো অামাকে।
মা,প্রতিটি ক্ষনে ক্ষনে মনে পরে
তোমাকে।
প্রতিটি মুহুর্তে স্বরণ করি তোমাকে।
মা,তোমাকে যে বড্ড ভালোবাসি।
মা,,ওমা,,তুমি এত নিষ্ঠুর কেন? একটু
স্বপ্নেও অাসো না।
পৃথিবীতে এসে তোমার হাঁসি মুখ খানা
না দেখে, দেখিছি তোমার মৃত মুখ।
তোমার হাস্য উজ্জল অাখিদ্বয় না দেখে,
দেখেছি তোমার বন্ধ দুইটি চোখ।
মা,ওমা,অামিত এমন জীবন চাইনি।
মা,ওমা,পৃথিবীর সকল সন্তান তার মায়ের
বুকের দুধ খেয়ে বাচতে চাই।অামি কেন
পারি নি।
মা, সব সন্তানরা চাই তার মায়ের কোলে
ঘুমাতে।কিন্ত অামি কেন পারিনি।
মা,অামার কি মন চাইনা তোমাকে "মা"
বলে ডাকতে,অামার মন কি চাই
না,তোমার মায়াবিনী হাতের চোঁয়া
পেতে।
মা,ওমা,পৃথিবীর সব সন্তান বড় হয় তার
মায়ের কোলে অতি অাদরে।
অার অামি বড় হয়েছি, অবহেলায় বেতের
দুলনাই দুলে।
মা,ওমা,মাগো,অামার সব বন্ধুরা তাদের
মায়ের হাতের খাবার খেতে পারে।
মায়ের মায়াবি হাতে সেজে স্কুলে
যেতে পারে।
অামি কেন পারলাম না?
জানি এসবের উত্তর তুমি দিতে পারবে
না।
মা,ওমা,,মাগো,,,তুমি কি জানো অাজ কি
দিবস?
মা,,অাজ "বিশ্ব মা দিবস"
তোমার জন্য প্রতিদিন কাঁদি অামি।
তুমি কাঁদো অামার কান্না দেখে?
নাকি দুর থেকে তাকিয়ে হাসো।
জানি তুমি হাসতে পারোনা।
কারণ কোন মা তার সন্তানের কান্না
দেখে হাঁসতে পারে না।
অার সে হিসাবে তুমিও পারবে না।
কিন্তু তার পরও কেন তুমি সারা জীবন
অামায় কাঁদালে,তুমিও কাঁদলে।
কি করবো বলো মা,তোমাকের ছাড়া
বাঁচতে চাই না,
মা,ওমা,,মাগো থাকতে অার পারছিনা
তোমাকে ছেড়ে।
এভার অামায় নিয়ে যাওনা তোমারি
কোলে।
মা,,মা,ওমা,,মাগো,,তোমাকে অাজও
ভালোবাসি গো,,তোমাকে অাজও মা
বলে ডাকি গো,,তোমাকে অাজও স্বরণ
করি গো,,কবে তোমার ঘুম ভাঙ্গবে
মা,কবে তুমি ডাকবে অামায়,, কবে তুমি
ডাকবে মা,অামায় বাবা বলে।
জানি অার তুমি অাসবে না,ডাকবে না
অামায় বাবা বলে।
তারপরও তোমাকে ভুলতে পারবো না মা,,
মা,, মা,ওমা,,মাগো তুমি যে অামার সব।
কি করে ভুলবো তোমারি জীবনের
বিনিয়ম অামার জীবনের কথা।
মা,তুমি অামায় ক্ষমা করিও।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৬ দুপুর ২:০৮