"এক ফোঁটা জল যদি পেটে চলে যায়;
ভেঙে যাবে রোজা ভাই, কী হবে উপায়?"
এই ভয় পোষে রোজ 'লোক' আপনায়।
জীবনের পাপ থেকে পরিত্রাণ চায়।
পরিত্রাণ নাই ভাই পরিত্রাণ নাই।
মানুষের হক যদি মারো তুমি ভাই;
পরিত্রাণ পাবে কিসে? পরিত্রাণ নাই।
এতদিন সবকিছু ঠিকঠাক ছিল।
রোজা এসে সব এলো-মেলো করে দিল।
চড়া দামে বেচাকেনা করে ভাবো ভাই,
রোজা রেখে পাপ ধুবে। পাপ ধোয় নাই।
পাপ আরো বেড়ে গেছে, পাপ গেছে বেড়ে।
নেক আমলের খাতা পাপে গেছে ভরে।
পাপ মোচনের মাসে পাপ করে ভাই;
পরিত্রাণ চাও তুমি; পরিত্রাণ নাই।
.
পরিত্রাণ নাই
শ্রাবণ আহমেদ
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০২৩ রাত ৯:৩৫